সিলেটটুডে ডেস্ক

১০ নভেম্বর, ২০১৬ ১৭:৫৮

নাসিরনগরে হামলার প্রতিবাদে সিলেটে প্রতীকী অবস্থান কর্মসূচী শুক্রবার

বৃহত্তর সিলেটের সামাজিক দাবি আদায়ের সংগঠন জাগো হিন্দু বাংলাদেশ সিলেট বিভাগ ও বাংলাদেশ হিন্দু ইয়ুথ সোসাইটির উদ্যোগে বুধবার (৯ নভেম্বর) বন্দর বাজারস্থ অস্থায়ী কার্যালয়ে সাংগঠনিক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সবার মতামতের ভিত্তিতে শুক্রবার (১১ নভেম্বর) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের প্রধান ফটকে সারাদেশ সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে প্রতীকী (চিতা) জ্বালিয়ে অবস্থান কর্মসূচী পালন করা হইবে।

সভায় উপস্থিত ছিলেন জাগো হিন্দু বাংলাদেশ সিলেট বিভাগ সভাপতি যুব সংগঠক বিপ্র দাস বিশু বিক্রম, সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ ছাত্র মৈত্রী সভাপতি স্বপন দাস, দপ্তর সম্পাদক স্বপন চন্দ, সদস্য নয়নমনি দাস, প্লাবন দাস, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু ইয়ুথ সোসাইটির আহবায়ক আকাশ রায়, যুগ্ম আহবায়ক বিকাশ রায়, সদস্য সুমন দাস, রাজন দেবনাথ, সুমন বৈদ্য, সঞ্জয় নাথ, ঋষিকেশ দাশ।

উক্ত প্রতীকী অবস্থান কর্মসূচীতে ধর্ম, বর্ণ দলমত নির্বিশেষে সর্বসাধারণকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত