সংবাদ বিজ্ঞপ্তি

১৬ নভেম্বর, ২০১৬ ১৪:২৫

শুক্রবার সিলেটে নাট্য পরিষদের সৈয়দ শামসুল হক স্মরণ অনুষ্ঠান

নাটক ‘ঈর্ষা’ মঞ্চায়ন করবে প্রাঙ্গণে মোর নাট্যদল

দেশের প্রধান কবি, একুশে পদকপ্রাপ্ত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক স্মরণে সম্মিলিত নাট্য পরিষদ সিলেট ‘পরিচয়ে আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বের/কখনোই ভয় করিনিকো আমি উদ্ধত কোন খড়গের’ শিরোনামে সৈয়দ শামসুল হক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে।

শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬.১৫ মিনিটে কবি নজরুল অডিটোরিয়ামে কবির প্রতি শ্রদ্ধা, তথ্যচিত্র প্রদর্শনী ও ঢাকার স্বনামধন্য নাট্যদল প্রাঙ্গনেমোর এর পরিবেশনায় সৈয়দ শামসুল হক রচিত ‘ঈর্ষা’ নাটকটি মঞ্চস্থ হবে। নাটকটি নির্দেশনা দিয়েছেন বিশিষ্ট নাট্যাভিনেতা ও নির্দেশক অনন্ত হীরা। ‘মহর ঝরা সোনার কলমওয়ালা একজন’ সৈয়দ শামসুল হকের উপর নির্মিত একমাত্র তথ্যচিত্রটি ব্যপ্তিকাল ১২ মিনিট।

সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমদ মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত এক বিবৃতিতে সিলেটের সকল নাট্য ও সংস্কৃতিকর্মীসহ নাট্যমোদী দর্শকবৃন্দকে অনুষ্ঠান দেখার জন্য বিনীত অনুরোধ জানিয়েছেন। অনুষ্ঠানের প্রবেশপত্র বিকাল ৪টা থেকে হল কাউন্টার থেকে সংগ্রহ করা যাবে।

আপনার মন্তব্য

আলোচিত