সিলেটটুডে ডেস্ক

১০ ডিসেম্বর, ২০১৬ ২২:৫৩

খেলাঘর সিলেট জেলা কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত

খেলাঘর সিলেট জেলা কমিটির এক বর্ধিত সভা শুক্রবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টায় মিরাবাজারস্থ মডেল হাই স্কুলে অনুষ্ঠিত হয়। খেলাঘর সিলেট জেলা কমিটির সভাপতি তাজুল ইসলাম বাঙালি’র সভাপতিত্বে এবং খেলাঘর সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক তপন চৌধুরী’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভার শুরুতে মানবতাবাদী মহান নেতা কিউবার সাবেক প্রেসিডেন্ট কমরেড ফিডেল ক্যাষ্ট্রো স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

বর্ধিত সভায় সুরমা খেলাঘর আসর, আনন্দ খেলাঘর আসর, পুষ্পহাসি খেলাঘর আসর, ছায়ানীড় খেলাঘর আসর, সৃষ্টি খেলাঘর আসর, মুক্তমন খেলাঘর আসরের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন খেলাঘর সিলেট জেলা কমিটির সহ-সভাপতি অধ্যাপক তাপসী চক্রবর্তী লিপি, সহ-সভাপতি রবীন্দ্র ভট্টাচার্য, সহ-সভাপতি বিধান দেব চয়ন, খেলাঘর সিলেট জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য গোলাম রাব্বি চৌধুরী, সম্পাদকমন্ডলীর সদস্য রাজীব চক্রবর্তী, সদস্য বীর মুক্তিযোদ্ধা পুরঞ্জয় চক্রবর্তী বাবলা, পুষ্পহাসি খেলাঘর আসরের সাধারণ সম্পাদক অভিন্দন ধর চৌধুরী রাতুল, সৃষ্টি খেলাঘর খেলাঘর আসরের সাধারণ সম্পাদক পূজা চক্রবর্তী, আনন্দ খেলাঘর আসরের সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল ওয়েছ, মুক্তমন খেলাঘর আসরের সহ-সাধারণ সম্পাদক শ্রীকান্ত শর্মা, সুরমা খেলাঘর আসরের সম্পাদক সন্দীপ দেব, ছায়নীড় খেলাঘর আসরের সাংগঠনিক সম্পাদক এলিন বাহাদুর। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অনুপম দেব, আলফাজ, শতাক্ষী চক্রবর্তী, অপরূপ দাস অয়ন, ফখরুল ইসলাম, সুজন চন্দ্র সরকার প্রমূখ।

সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস, মহান বিজয় দিবস এবং বিজয়ের ৪৫ বৎসর উদযাপন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। অনুষ্ঠানসূচির মধ্যে রয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবসে সকাল ৮টায় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, বিজয় দিবসে সকাল সাড়ে ৮টায় প্রত্যেক শাখা আসরের ভাই-বোন সহ বিজয় মিছিল সহকারে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ। এছাড়া বিভিন্ন শাখা আসর বিজয় দিবসের তাৎপর্যভিত্তিক আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করবে।

বিজয়ের ৪৫ বৎসর উদযাপন উপলক্ষে খেলাঘর সিলেট জেলা কমিটির উদ্যোগে আগামী ২৪ ডিসেম্বর শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে দিনব্যাপি শিশু-কিশোর সমাবেশ, মুক্তিযুদ্ধভিত্তিক স্থিরচিত্র প্রদর্শনী, শিশুদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা, আলোচনাসভা এবং খেলাঘরের আসারভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। শিশুদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা ‘ক’ বিভাগ ১ম শ্রেণি থেকে ৩য় শ্রেণি পর্যন্ত, ‘খ’ বিভাগ ৪থ শ্রেণি থেকে ৬ষ্ঠ শ্রেণি পর্যন্ত, ‘গ’ বিভাগ ৭ম শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয় হচ্ছে ‘ক’ বিভাগ- ‘ইচ্ছেমতো’ মাধ্যম রং পেন্সিল, ‘খ’ বিভাগের বিষয় হচ্ছে ‘বিজয় মিছিল’ মাধ্যম পেষ্ট্যাল, ‘গ’ বিভাগের বিষয় হচ্ছে ‘মুক্তিযুদ্ধ’ মাধ্যম জলরং। আবৃত্তি প্রতিযোগিতার বিষয় হচ্ছে ‘ক’ বিভাগে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বীরপুরুষ’ কবিতা, ‘খ’ বিভাগে কাজী নজরুল ইসলামের ‘সংকল্প’ কবিতা, ‘গ’ বিভাগে সুকান্ত ভট্টাচার্যের ‘ছাড়পত্র’ কবিতা।

আগ্রহী প্রতিযোগিরা ০১৭১৭৮৯৬৪৬৩, ০১৭৭০৬০৮৫৯৪, ০১৭১৫২৭৯০৮১ মোবাইল নম্বরে নাম তালিকাভুক্ত করতে অথবা প্রতিযোগিতার দিন সরাসরি উপস্থিত হয়ে নাম তালিকাভুক্ত করতে পারবে।

আপনার মন্তব্য

আলোচিত