সংবাদ বিজ্ঞপ্তি

২৯ এপ্রিল, ২০১৭ ২১:৪৩

জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন (সিবিএ) এর দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ এপ্রিল) জালালাবাদ গ্যাস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

জালালাবাদ গ্যাস এর উর্ধ্বতন টেকনিশিয়ান কাম সুপারভাইজার মো. মোরশেদ আলম এর পরিচালনায় সাধারণ সভায় সভাপতিত্ব করেন সিবিএ-র সভাপতি আব্দুর রহমান।

স্বাগত বক্তব্যে আব্দুর রহমান বলেন, আমরা সাধারণ কর্মচারীদের জন্য নিরলস কাজ করে যাচ্ছি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধি পেয়েছে। পূর্বের ন্যায় এখন আর কর্মচারীদের উর্ধ্বতন কর্মকর্তাদের মুখাপেক্ষী হয়ে বসে থাকতে হয় না। জালালাবাদ গ্যাস এমপ্লয়ীজ ইউনিয়ন কর্মচারীদের পক্ষে নিরলস কাজ করে ইতোমধ্যে অনেক দাবি আদায় করে এনেছে। কর্মচারীদের জন্য আমাদের এ লড়াই আগামীতেও অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ছিলেন সিলেট শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজ আহমদ।

সভায় বক্তব্য দেন সিবিএ সাধারণ সম্পাদক শাহ আলম, সিনিয়র সহসভাপতি মো. আতিকুর রহমান, সহসভাপতি মো. এমরান আহমদ চৌধুরী, সহ সাধারণ সম্পাদক মো. বদরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. আমির হোসেন, অর্থ সম্পাদক মো. সাহিদ হোসেন, দপ্তর সম্পাদক মো. বিল্লাল হোসেন, প্রচার সম্পাদক মো. আব্দুর রাজ্জাক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সূর চন্দ্র সিংহ, আইয়ুব আলী প্রমুখ। উপস্থিত ছিলেন জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয় এবং বিভিন্ন শাখার সাধারণ কর্মচারীবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত