সিলেটটুডে ডেস্ক

০২ মে, ২০১৭ ১৮:১৪

বাংলাদেশ স্কাউটসের আঞ্চলিক কমডেকা সম্পন্ন

গোলাপগঞ্জে বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের পাঁচ দিনব্যাপী দ্বিতীয় আঞ্চলিক সমাজ উন্নয়ন ক্যাম্প (কমডেকা) সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৮ এপ্রিল) কমডেকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর এ.কে এম গোলাম কিবরিয়া তাপাদার বলেন, প্রতিটি শিক্ষার্থীকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আগামী দিনের নেতৃত্বের জন্য নিজেদের গড়ে তুলতে হবে। সন্ত্রাসবাদ-জঙ্গিবাদ, অনৈতিক কার্যক্রম রুখতে স্কাউটিং কার্যক্রমের বিস্তৃতি ঘটাতে হবে।

তিনি আরো বলেন, দক্ষ মানব সম্পদ তৈরিতে স্কাউট আন্দোলন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি পরিবেশ বিপর্যয়, বন্যা, খরা ও নানাবিধ প্রাকৃতিক বিপর্যয় রোধে জনসচেতনতা সৃষ্টিতে স্কাউটদের অংশগ্রহণ বাড়ানোর আহবান জানান।

গোলাপগঞ্জস্থ আঞ্চলিক স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে স্কাউটস সিলেট অঞ্চলের সহ-সভাপতি, প্রবীণ শিক্ষাবিদ বিরাজ মাধব চক্রবর্তী মানসের সভাপতিত্বে ও উপ-কমিশনার (স্পেশাল ইভেন্ট) প্রমথ সরকারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজ নজমুল ইসলাম।

পবিত্র কোরআন ও গীতা পাঠের মাধ্যমে সূচীত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সম্পাদক মহিউল ইসলাম মুমিত, বক্তব্য রাখেন স্কাউটস সিলেট অঞ্চলের কমিশনার ও কমডেকা চীফ মুবিন আহমদ জায়গীরদার, আঞ্চলিক স্কাউট পরিচালক উনু চিং মারমা এলটি, সম্মানিত অতিথির বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড সিলেট এর সচিব মোস্তফা কামাল, সিলেট মেট্রোপলিটন চেম্বারের ডাইরেক্টর, আলীম ইন্ড্রাষ্ট্রিজের চেয়ারম্যান আলীমুস সাদাত চৌধুরী।

ধন্যবাদ জ্ঞাপন করেন আঞ্চলিক উপ-কমিশনার (সমাজ উন্নয়ন) আমীর এ আজম চৌধুরী।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কাউটস সিলেট অঞ্চলের কোষাধ্যক্ষ স.ব.ম দানিয়েল, আঞ্চলিক উপ-কমিশনার (প্রোগ্রাম) ডা. সিরাজুল ইসলাম,আঞ্চলিক উপ-কমিশনার ইসমাইল আলী বাচ্চু, ফয়জুল আক্তার চৌধুরী, বিলকিস বেগম, কমডেকা সাব-ক্যাম্প চীফদের মধ্যে আব্দুল ওয়াহিদ, রিপন চক্রবর্তী, অসীম রঞ্জন তালুকদার, গুলজার আহমদ চৌধুরী।

উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে জাতীয় পতাকা, কমডেকা পতাকা, আঞ্চলিক স্কাউটস পতাকা ও পাঁচটি সাংগঠনিক জেলার পতাকা আনুষ্ঠানিক উত্তোলন করেন প্রধান অতিথি, কমডেকা চীফ, বিশেষ অতিথি ও জেলা স্কাউটস প্রতিনিধিগন।

কমডেকার তৃতীয় দিনে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় বন কর্মকর্তা আর এস এম মনিরুল ইসলাম।

চতুর্থ দিন চেতনায় মুক্তিযুদ্ধ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযুদ্ধ আতাউর রহমান খান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।

রোববার সন্ধ্যায় আয়োজিত মহা তাঁবু জলসা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ পৌরসভার মেয়র সিরাজুল জব্বার চৌধুরী।

স্কাউটস সিলেট অঞ্চলের কমিশনার ও কমডেকা চীফ মুবিন আহমদ জায়গীরদারের সভাপতিত্বে স্কাউটার রিপন চক্রবর্তী এলটি ও বিলকিস বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলতাফ হোসেন। বক্তব্য রাখেন বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সম্পাদক মহিউল ইসলাম মুমিত, আঞ্চলিক স্কাউট পরিচালক উনু চিং মারমা এলটি।

পাঁচ দিনব্যাপী অনুষ্ঠিত (২৭ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত) কমডেকায় বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের পাঁচটি সাংগঠনিক জেলার ৩৮টি ইউনিট অংশগ্রহণ করে।

আপনার মন্তব্য

আলোচিত