সিলেটটুডে ডেস্ক

০৪ জুন, ২০১৭ ১৬:৫৮

বিশ্ব ক্লাবফুট দিবস উপলক্ষে সিলেটে র‍্যালি

বিশ্ব ক্লাবফুট দিবস উপলক্ষে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উদ্যোগে এবং অর্থোপেডিক বিভাগের সহযোগিতায় রোববার হাসপাতাল ক্যাম্পাস থেকে নগরীতে একটি র‍্যালি বের করা হয়।

দ্যা গ্লেনকো ফাউন্ডেশন এরটি প্রজেক্ট ওয়ার্ক ফর লাইফ উদ্যোগে ২০১০ সাল থেকে ওসমানী হাসপাতালে সম্পূর্ণ বিনা মূল্যে শিশুদের ক্লাবফুট (মুগুর পা)’র চিকিৎসা করা হচ্ছে এবং দিনটি পালন করে আসছে।

রোববার (৪ জুন) সকাল ১০ টায় হাসপাতালের পরিচালক ব্রি. জে. একে মাহবুবুল হক এর নেতৃত্বে র‍্যালিটি বের করা হয়।ফিজিও থেরাপিস্ট মারুফ আহমদের পরিচালনা অনুষ্ঠিত র‍্যালিতে হাসপাতালের ডাক্তার, নার্স ও কর্মকর্তা কর্মচারীগণ অংশগ্রহণ করেন।

র‍্যালি শেষে ক্লাবফুট শিশুদের মাঝে খেলনা সামগ্রী উপহার দেয়া হয়।

৩ জুন বিরূপ আবহাওয়ার কারণে আজ রোববার সিলেটে দিনটি পালন করা হয়, এবং হাসপাতালের নিচতলায় ক্লাবফুট কার্যালয়ে প্রতিদিনই ক্লাবফুট (মুগুর পা) আক্রান্ত শিশুদের চিকিৎসা ও চিকিৎসা সামগ্রী বিনামূল্যে দেয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত