সিলেটটুডে ডেস্ক

১৬ জুন, ২০১৭ ০০:২৮

বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসে পদযাত্রা

বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবস ২০১৭ উপলক্ষে প্রবীণ বিষয়ক তরুণদের সংগঠন ‘প্রবীণ বন্ধু’র উদ্যোগে হেল্পএইজ ইন্টারন্যাশনাল, বাংলাদেশের সহযোগিতায় ‘প্রবীণের জন্য পদযাত্রা’ শীর্ষক মানবন্ধন ও পদযাত্রা বৃহস্পতিবার (১৫ জুন) জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়।

দেশে আটাশি ভাগ প্রবীণ প্রতিনিয়ত মানসিক নির্যাতনসহ নানা ধরণের নির্যাতনের শিকার হচ্ছেন। প্রবীণ নির্যাতন প্রতিরোধে জনসচেতনতা তৈরিতে তরুণদের উদ্যোগে অনুষ্ঠিত এ ক্যাম্পেইনে অংশগ্রহণকারীরা জাতীয় প্রেসক্লাবে মানববন্ধন শেষে ঢাকা রিপোর্টার্স ইউনিটি পর্যন্ত পদযাত্রায় অংশ নেন।

পদযাত্রায় প্রবীণ বন্ধু’র নির্বাহী পরিচালক মহসিন কবীর লিমন বলেন, আজকের নবীনই আগামীর তরুণ। আজকের তরুণরা নিজেদের স্বস্তিময় বার্ধক্য নিশ্চিত করার পাশাপাশি প্রবীণ অধিকার সুরক্ষায় কাজ করতে হবে। প্রবীণের এই পদযাত্রার মাধ্যমে প্রবীণ নির্যাতন প্রতিরোধে আমরা সাধারন মানুষকে সচেতন করতে চাই। হেল্পএইজ ইন্টারন্যাশনাল, বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর রাবেয়া সুলতানা বলেন, দেশে ৮৮% ভাগ প্রবীণ মানসিক নির্যাতনসহ নানা ধরণের নির্যাতনের শিকার হচ্ছেন প্রতিদিন। এ ক্ষেত্রে পুরুষ প্রবীণের চেয়ে নারীরা বেশি নির্যাতনের শিকার হন। তাই প্রবীণ নির্যাতন প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি গণমাধ্যমকর্মীদেরও এগিয়ে আসতে হবে।

উল্লেখ্য, বিশ্ব প্রবীণ নির্যাতন প্রতিরোধ সচেতনতা দিবসটি জাতিসংঘের আওতায় বিশ্বস্বাস্থ্য সংস্থা (ডঐঙ) এবং আন্তর্জাতিক প্রবীণ নির্যাতন প্রতিরোধ নেটওয়ার্ক উদ্যোগে সর্বপ্রথম ২০০৬ সালের থেকে ১৫ জুন বিশ্বব্যাপি পালিত হচ্ছে আসছে। বিশ্বব্যাপি প্রবীণ নির্যাতন ও অবহেলা সম্পর্কে সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক, জনসংখ্যাতাত্ত্বিকভাবে জনগণকে সচেতন করাই এই দিবসের উদ্দেশ্য।

আপনার মন্তব্য

আলোচিত