সিলেটটুডে ডেস্ক

২১ জুন, ২০১৭ ০১:৩৩

শহীদ মুনির স্মৃতি সংসদের কমিটি গঠন

সিলেটে মৌলবাদী গোষ্ঠির হাতে খুন হওয়া প্রগতিশীল ছাত্র নেতা মুনির-ই কিবরিয়ার নামে 'শহীদ মুনির স্মৃতি সংসদ' নামে একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে। মঙ্গলবার নগরীর শিবগঞ্জের একটি হোটেলে এই সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

 এ উপলক্ষ্যে মুনির-ই কিবরিয়ার বন্ধু বাবুল রহমানের উদ্যোগে ইফতার মহফিলেরও আয়োজন করা হয়। এতে মুনিরের রাজনৈতিক সহকর্মী, বন্ধু ও পরিবারের সদস্যরা অংশ নেন।

এরপর মনসুর আজাদকে আহ্বায়ক ও লালমোহন দেবকে যুগ্ম আহ্বায়ক করে গঠিত 'শহীদ মুনির স্মৃতি সংসদ'-এর কমিটি গঠন করা হয়।

এতে সদস্য হিসেবে রয়েছেন- বাবুল রহমান, ওয়াহিদুজ্জামান ওয়াহিদ, আব্দুর রহমান সেলিম, আশিকুর রহমান, মুহিবুর রহমান, মলয় পুরকায়স্থ, মোশাহিদ রহমান, শাহারিয়ার কবির সেলিম, সাইফুদ্দিন ভূট্টো, এমদাদ আহমদ, মোস্তফা শাহিন, আব্দুল মজিদ মানিক, আমিরুল সুহেল, শমসের আলম, এবিএম সুহেল, কামরুল ইসলাম দীপু, তপন মিত্র, মুনির-ই কিবরিয়ার ভাতিজা ফরহাদ ও শাহিন রাজা।

উল্লেখ্য, ১৯৮৮ সালের ২৪ সেপ্টেম্বর প্রকাশ্যে রাজপথে শিবির সন্ত্রাসীরা তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের নেতা মুনির ই কিবরিয়া, তপন জ্যোতি দেব এবং এনামুল হক জুয়েলকে হত্যা করে।

আপনার মন্তব্য

আলোচিত