সংবাদ বিজ্ঞপ্তি

০৯ জুলাই, ২০১৭ ০৯:৫৪

বড়লেখায় বন্যার্তদের মাঝে বিভিন্ন সংগঠনের ত্রাণ বিতরণ

মৌলভীবাজারের বড়লেখায় শুক্রবার ও শনিবার পৃথকভাবে বন্যা কবলিত মানুষের মাঝে বিভিন্ন সংগঠন ও ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, কর্মচারীসহ শিক্ষকবৃন্দ, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, রুকনপুর সমাজকল্যাণ যুব পরিষদ, লন্ডন প্রবাসী ফ্রেন্ডস ক্লাব ও উজির পুর ইয়াং স্টার জনকল্যাণ পরিষদ এ ত্রাণ সহায়তা দেয়।

সদর ইউপি চেয়ারম্যান :
৬নং বড়লেখা সদর ইউনিয়ন চেয়ারম্যান সোয়েব আহমদ এর ব্যক্তিগত উদ্যোগে বন্যা কবলিত উক্ত ইউনিয়নের সোনাতুলা ও মহদিকোনা গ্রামের ১৬০ পরিবার; তালিমপুর ইউনিয়নের তালিমপুর, বাংলাবাজার ও উত্তর শাহবাজপুর ইউনিয়নের ৩২৫ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

ত্রাণ বিতরণে উপস্থিত ছিলেন সদর ইউনিয়ন চেয়ারম্যান সোয়েব আহমদ, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান আহমদ জুবায়ের লিটন, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক, সিনিয়র সহ-সভাপতি রফিক উদ্দিন আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ আহমদ জুয়েল, উত্তর শাহবাজপুর ইউপি যুবলীগ সাধারণ সম্পাদক কামাল হোসেন, প্রাক্তন ইউপি সদস্য ইয়াছিন আলী, উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ প্রমুখ।

উজিরপুর ইয়াং স্টার জনকল্যাণ পরিষদ :

শুক্রবার প্রবাসী ১নং বর্ণি ইউনিয়ন জনকল্যাণ সংস্থার সভাপতি ও উজির পুর ইয়াং স্টার জনকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা মুজিবুর রহমানের অর্থায়নে ইউনিয়নের উজিরপুর গ্রামের ৫১ পরিবারের মাঝে চাল, আলু, পিয়াজ ও তেল বিতরণ করা হয়।

ক্লাবের কার্যালয়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন সমাজসেবক জুবায়ের আহমদ, ইউপি সদস্য নাজিম উদ্দিন, ব্যবসায়ী আব্দুল মুহিত ও আব্দুল মালিক প্রমুখ। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন শিক্ষক শশাঙ্ক দাশ, ক্লাবের উপদেষ্টা ইমাম উদ্দিন, মুজিবুর রহমান মুমিত, মিসবা মিয়া, বেলাল আহমদ, নুনু মিয়া, আব্দুল আলিম, আব্দুল বাসিত, ক্লাবের সভাপতি অর্পন দাশ, সহ সভাপতি এমরান আহমদ, সাধারণ সম্পাদক জামিল আহমদ, সহ সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, অর্থ সম্পাদক ছাহিদ হাসান তালহা, সাংগঠনিক সম্পাদক জাবের আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক শাকিল আহমদ, সমাজকল্যাণ সম্পাদক আকরাম আহমদ প্রমুখ।

লন্ডন প্রবাসী ফ্রেন্ডস ক্লাব :
লন্ডন প্রবাসী ফ্রেন্ডস ক্লাব বড়লেখা’র সদস্যবৃন্দের অর্থায়নে হাকালুকি পারের বন্যা কবলিত শতাধিক মানুষের ত্রাণ বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন তরুণ সমাজসেবক মো. সায়ফুর রহমান, কামাল হোসেন ও কামরুল ইসলাম প্রমুখ।

রুকনপুর সমাজকল্যাণ যুব পরিষদ :
বড়লেখা উপজেলার বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে রুকনপুর সমাজকল্যাণ যুব পরিষদ। এলাকার প্রবাসীদের আর্থিক সহায়তায় এবং সংগঠনের উদ্যোগে বন্যাকবলিত দশঘরি এবং বাড্ডা এলাকায় শনিবার ত্রাণ বিতরণ করা হয়েছে। এদিন বন্যার্ত প্রায় ২ শতাধিক পরিবার ত্রাণ সহায়তা দেয়া হয়। এসময় সংগঠনের সভাপতি মুজিবুল হক খোকন, সম্পাদক রাসেল আহমদ, যুগ্ম সম্পাদক আতিক আহমদসহ সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

বড়লেখা শিক্ষা অফিস :
বড়লেখা উপজেলায় দীর্ঘ বন্যায় দুর্দশাগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা, কর্মচারীসহ শিক্ষকবৃন্দ। শনিবার উপজেলা প্রাথমিক শিক্ষক পরিবার ব্যানারে উপজেলার সুজানগর, বর্নি, তালিমপুর, দাসেরবাজার, নিজবাহাদুরপুর ও সদর ইউনিয়নের ৩ শতাধিক বন্যাদুর্গত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বড়লেখা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সদর ইউনিয়নের বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এসএম আবদুল্লাহ আল মামুন। এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জালাল উদ্দিন, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শহীদুল্লাহ, পার্থ পাল, শিক্ষক নেতা মীর মুহিবুর রহমান, প্রধান শিক্ষক মঞ্জু লাল দে, আব্দুল খালিক, প্রতাপ দত্ত, অঞ্জনা রানী দে, নুরুল হক, জামিল আহমদ, সেলিম আহমদ, সামছুল ইসলাম, সাহেদ আহমদ, রূপক দাস, আতাউর শামীম প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত