সংবাদ বিজ্ঞপ্তি

০৯ জুলাই, ২০১৭ ২১:৫৬

বড়লেখায় বন্যা দুর্গতদের মাঝে বিভিন্ন সংগঠনের ত্রাণ বিতরণ অব্যাহত

মৌলভীবাজারের বড়লেখায় বন্যা দুর্গত মানুষের মাঝে বিভিন্ন সংগঠনের ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে।

সাবেক ইউপি সদস্য ছলিম উদ্দিন:
উপজেলার নিজবাহাদুরপুর ইউনিয়নের সাবেক সদস্য ছলিম উদ্দিনের ব্যক্তিগত উদ্যোগে রোববার তার ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত ২ ওয়ার্ডের ৮০০ দুর্গত পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

নিজবাহাদুরপুর ইউপির কবিরাসহ বন্যা কবলিত গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন।

ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি রফিক উদ্দিন পংকির সভাপতিত্বে ও যুবলীগ সভাপতি আব্দুল করিমের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, থানার ওসি (তদন্ত) দেবদুলাল ধর, নিজবাহাদুরপুর ইউপি চেয়ারম্যান ময়নুল হক মাস্টার, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, শাহবাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ধ্রুবেশ চক্রবর্তী, নিজবাহাদুরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুস শুক্কুর, ইউপি সদস্য সাজু আহমদ, ইউপির সংরক্ষিত মহিলা সদস্য জোসনা বেগম, আওয়ামীলীগ নেতা বেলাল আহমদ, ফজলুর রহমান প্রমুখ।

বাংলাদেশ জনকল্যাণ সোসাইটি:
বাংলাদেশ জনকল্যাণ সোসাইটি’র উদ্যোগে সম্প্রতি বন্যা কবলিত তালিমপুর ইউনিয়নের ১৬৩ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ জনকল্যাণ সোসাইটি’র সভাপতি সুজিত চন্দ্র দেব নাথ, সাধারণ সম্পাদক সুজিত ব্রক্ষ্মা, অর্থ সম্পাদক তপন দেব নাথ প্রমুখ।

নাগরিক ফেডারেশন:
বড়লেখায় স্বেচ্ছাসেবী সংগঠন নাগরিক ফেডারেশনের নেতৃবৃন্দ বন্যাদুর্গত বিভিন্ন ইউনিয়নে শনিবার ত্রাণসামগ্রী বিতরণ করেছে। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন নাগরিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মাহমুদ হাসান সারোয়ার, সহসভাপতি সিরাজ উদ্দিন, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, জেলা সাধারণ সম্পাদক মাছুম আহমদ, বড়লেখা উপজেলা সভাপতি আব্দুল খালিক, তালিমপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক এমএ হাকীম প্রমুখ।

হাটবন্দ গ্রামের বাসিন্দাদের ত্রাণ বিতরণ:
পৌর শহরের ২নং ওয়ার্ডর হাটবন্দ গ্রামের বাসিন্দাদের উদ্যোগে চারশতাধিক পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। সম্প্রতি উপজেলার তালিমপুর ইউনিয়নের বন্যা কবলিত গ্রামগুলোর মানুষের মাঝে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর জেহীন সিদ্দিকী। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন ব্যবসায়ী লিটন পাল, বিকাশ কুন্ড, উত্তম দেব নাথ, পোলক মোহন্ত প্রমুখ।

আলহাজ্ব বদরুল ইসলাম ফাউন্ডেশন:
বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত ১৩০০ পরিবারের মধ্যে আলহাজ্ব বদরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। গত বুধবার ফাউন্ডেশনের চেয়ারম্যান দুবাই প্রবাসী ও ব্যবসায়ী আলহাজ্ব বদরুল ইসলাম ইউনিয়নের বাড্ডা, হাসীমপুর, পাঠনা, ঝগড়ি, ভোলারকান্দি, রফিনগর, রাংগিনগর, সুজানগর, চিন্তাপুর, সালদিগা, বটতলসহ ৯ ওয়ার্ডের ১৩০০ পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে চাল, তেল, আলু, পেয়াজ, বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সহ-সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ইউপি সদস্য ফখরুল ইসলাম সাবেক ইউপি সদস্য নজরুল ইসলাম, ব্যবসায়ী আব্দুস সহিদ, হাসিমপুর যুব সমাজের সভাপতি ওয়াহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত