সিলেটটুডে ডেস্ক

১০ জুলাই, ২০১৭ ২১:১২

দূর্যোগ মোকাবেলায় সরকার সব ধরনের সহযোগিতা চালিয়ে যাচ্ছে : কামরান

যুক্তরাজ্য আওয়ামী  লীগের ত্রাণ ও সমাজকল্যান বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিবের উদ্যোগে সোমবার সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারের মেগল, দাউদরপুর বন্যায় ক্ষতিগ্রস্থ বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন, নদীমাতৃক বাংলাদেশে প্রতিবছরই আমাদেরকে কমবেশী এ দূর্যোগ মোকাবেলা করতে হয়। বন্যা একটি প্রাকৃতিক দূর্যোগ। সরকারসহ দেশের বিত্তশালী ও প্রবাসীরা বন্যা ক্ষতিগ্রস্থ মানুষের পাশে এসে দাড়িয়ে সার্বিক সহযোগিতার অব্যহত চেষ্ঠা করেন। দূর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রী জননেত্রেী শেখ হাসিনার সরকারের সব ধরনের সহযোগিতা চালিয়ে যাচ্ছে। জননেত্রী শেখ হাসিনা সরকারের আমলের কোন মানুষ না খেয়ে মরবে না। সরকারের পাশাপাশি দলীয় লোকজন যে যেভাবে সম্ভব দূর্যোগ মোকাবেলায় জনগনের পাশে এসে দাঁড়িয়েছেন।

তিনি আরো বলেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিরের অব্যাহত ভাবে আওয়ামীলীগ পরিবারের পক্ষ থেকে বন্যা ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাড়িয়ে ত্রাণ সামগ্রী বিতরণ করে যাচ্ছে। তার অব্যাহত প্রচেষ্ঠার জন্য আওয়ামীলীগ পরিবারের পক্ষ আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক হাজী রইছ আলী, সিলেট জেলা পরিষদ ৩নং ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম ইছন মিয়া, ৮নং দাউদপুর ইউপি চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক মেম্বার মিলাদ, সিলেট জেলা ছাত্রলীগের সহ সভাপতি শাহীন আলী, দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী, নিজাম উদ্দিন, মহানগর ছাত্রলীগ নেতা বদরুল আলম তুহিন, ছাত্রলীগ নেতা তানিম আহমদ, আসাদুল ইসলাম লাভলু, সাইদুল ইসলাম, মঈনুল ইসলাম, শাকিব আহমদ, নাইম ইসলাম, রায়হান আহমদ, আজিজুল মানিক আনহার।

আপনার মন্তব্য

আলোচিত