সিলেটটুডে ডেস্ক

১৩ জুলাই, ২০১৭ ১৮:০১

মোগলাবাজার ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে ত্রাণ বিতরণ

মোগলাবাজার ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) বিকাল ৩টায় উপজেলার রেঙ্গা হাজীগঞ্জ বাজারে এ সব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

বিশিষ্ট মুরব্বী মহরম আলীর সভাপতিত্বে ও সম্মিলিত ছাত্র কল্যাণ পরিষদের উপদেষ্টা আব্দুল মোমিনের পরিচালনায় ত্রাণ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মোগলাবাজার এসোসিয়েশন ইউকের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. জাকারিয়া।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, সাবেক মেম্বার মো. আমির আলী, মো. বাবুল মিয়া, বিশিষ্ট মুরব্বি মুজিবুর রহমান, কাপ্তান মিয়া, আশিক মিয়া, লাল মিয়া, আনছার আলী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আলী আহমদ রাজু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন যুবনেতা আব্দুল মান্নান হীরা, শ্রী সুরঞ্জিত দাস, ময়নুল ইসলাম মঞ্জুর, সুহেল আহমদ কর্ণেল, সমাজকর্মী শাহিন আহমদ। ব্যবসায়ী ফয়জুল ইসলাম, যুবনেতা শামীম আহমদ, ছাত্র নেতা আবু বকর সিদ্দিকী, শরিফ আহমদ, আব্দুল ওয়াহিদ, রাসেল আহমদ প্রমুখ।

বক্তারা ইউকে প্রবাসীদের আর্থিক এ সাহায্যের ভূয়সী প্রশংসা করেন। প্রত্যেক পরিবারের মধ্যে ৫ কেজি চাল, ৩ কেজি পেয়াজ, ৩ কেজি আলু, ১ কেজি ডাল ও ১ কেজি চিড়া সহ সর্ব মোট ১৩ কেজি খাদ্যসামগ্রী প্রায় আড়াইশ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।

এর পর মোগলাবাজার ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের পক্ষ থেকে স্থানীয় মোগলাবাজারে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা ভাইস চেয়ারম্যান ও প্যানেল চেয়ারম্যান মো ইমাদ উদ্দিন নাসিরী। হাজী নামর আলীর সভাপতিত্বে ও রিপন আহমদের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব নেতা ময়ুল ইসলাম ফারুক আহমদ প্রমুখ।



আপনার মন্তব্য

আলোচিত