সিলেটটুডে ডেস্ক

১৫ জুলাই, ২০১৭ ১৮:১৬

ডা. জোবায়দা রহমানের পক্ষে দক্ষিণ সুরমায় ত্রাণ বিতরণ অব্যাহত

সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ বলেছেন, প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশ ও জাতির কল্যাণে কাজ করার মহৎ লক্ষ্যকে সামনে রেখেই বিএনপি গঠন করেছিলেন। ইতিহাস সাক্ষী প্রতিষ্ঠালগ্ন থেকে জিয়ার পরিবার আর্তমানবতার কল্যাণে সর্বদা তৎপর রয়েছে। বন্যা দুর্গত এলাকার মানুষের জন্য ডা. জোবায়দা রহমানসহ বিএনপি নেতাকর্মীরা কাজ করে যাচ্ছেন। সামর্থ্যবানদের উচিত বন্যা দুর্গত মানুষের কল্যাণে এগিয়ে আসা।

শনিবার (১৫ জুলাই) সাবেক নৌ বাহিনী প্রধান রিয়ার এডমিরাল মরহুম মাহবুব আলী খানের সুযোগ্য তনয়া ও দেশনায়ক তারেক রহমানের সহধর্মিণী বিশিষ্ট চিকিৎসক ডা. জোবায়দা রহমানের পক্ষ থেকে ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির ব্যবস্থাপনায় তৃতীয় দিনের মতো উপজেলার বিভিন্ন স্থানে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরনকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের ৮নং ওয়ার্ডের টিকরপাড়া ও ৭নং ওয়ার্ডের নিজ সিলাম সহ পৃথক স্থানে অসহায় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলাম ইউনিয়নের মুরব্বী সাজ্জাদ মিয়া, ইসমাইল হোসেন ওলী, সাবেক মেম্বার ও বিএনপি নেতা আলফু মিয়া, কাছিম আলী, আব্দুল আলী, সমশের আলী, সিলাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, ৮নং ওয়ার্ড সভাপতি শফিকুল ইসলাম, বিএনপি নেতা শাহ মাহমুদ আলী, মনিরুল ইসলাম তুরন, মোতাহির হোসেন জুনেদ, ৭নং ওয়ার্ড সভাপতি আশরাফ আলী, বিএনপি নেতা আল মামুন, রেনু মিয়া, টুনু মিয়া, ৮নং ওয়ার্ড সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ, বিএনপি নেতা শামীম আহমদ, ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদ, ছাত্রদল নেতা সোহেল ইবনে রাজা, সুমন আহমদ বিপ্লব, রিপন আহমদ শাহরিয়ার, আবু সালেহ, ইয়াসিন আহমদ ফাহিম, আলী হোসেন, ফাহাদ আহমদ, শেখ জাহাঙ্গীর ও শোয়েব আহমদ প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত