সংবাদ বিজ্ঞপ্তি

২৫ জুলাই, ২০১৭ ০৩:৩৪

ফেঞ্চুগঞ্জ উপজেলার হলরুমে জেলা মহিলা আওয়ামী লীগের ত্রাণ বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ সিলেট জেলা শাখার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ অনুষ্ঠান সোমবার দুপুরে ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রুবি ফাতেমা ইসলাম এর সভাপতিত্বে ও ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদের পরিচালনায় ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন- জেলা মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি সালমা বাছিত, সামসুন নাহার মিনু, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ নাজরা চৌধুরী, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট রাশিদা সাঈদা খানম, ফেঞ্চুগঞ্জ উপজেলার উপ-সহকারী প্রকৌশলী মোঃ আবু তাহের মোল্লাহ।

স্বাগত বক্তব্য রাখেন জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট সালমা সুলতানা। উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক মাধুরী গুণ, প্রচার সম্পাদক শাহেনা বেগম চৌধুরী স্বর্ণা, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি, যুবলীগ নেতা আনোয়ার হোসেন, উপজেলা সিএ সাদেক আহমদ, অফিস সুপার প্রভাত চন্দ্রপাল, আওয়ামীলীগ নেতা আমিরুল ইসলাম ওয়েছ প্রমুখ।

অনুষ্ঠানে বন্যায় ক্ষতিগ্রস্ত দু’শ মানুষের মধ্যে চাল, ডাল, তেল, চিনি, লবণ, চিড়া, মুড়ি, মোমবাতি, দিয়াশলাই ইত্যাদি বিতরণ করেন জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি রুবি ফাতেমা ইসলাম সহ অতিথিবৃন্দ।

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার দুস্থ ও বিপথগামী মানুষের প্রতি আন্তরিক। বন্যা দুর্গত মানুষদেরকে তিনি সর্বক্ষণ সাহায্য সহযোগিতা করে যাচ্ছেন। এ সরকারের আমলে বন্যা সহ দুর্যোগময় সময়ে গরীব দুস্থ সুবিধাবঞ্চিত মানুষদের দুর্ভোগ লাগবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। অতীতের কোন সরকার তা করতে পারেনি। সরকার কোন দেশের দিকে না চেয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে বন্যার্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছে।

বক্তারা সরকারের পাশাপাশি নিজ নিজ অবস্থান থেকে ক্ষতিগ্রস্তদের সাহায্যে এগিয়ে আসার আহবান জানান।

আপনার মন্তব্য

আলোচিত