সংবাদ বিজ্ঞপ্তি

২০ সেপ্টেম্বর, ২০১৭ ২০:৫১

মুক্তিযুদ্ধের চেতনায় মানবিক সমাজ বিনির্মাণে নাট্য আন্দোলনের বিকল্প নেই

সম্মিলিত নাট্য পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজন

মানবের তরে মাটির পৃথিবী, দানবের তরে নয় এই শ্লোগানে সিলেটের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট গৌরবের ৩৪ বছর পূর্তি উদযাপন করছে। বুধবার (২০ সেপ্টেম্বর) রিকাবীবাজার কবি নজরুল অডিটোরিয়ামে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটিকে উদযাপন করা হয়।

বিকাল সাড়ে ৪টায় অডিটোরিয়াম এর মুক্তমঞ্চে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন সিলেটের জেলা প্রশাসক মো. রাহাত আনোয়ার। সম্মিলিত নাট্য পরিষদ সিলেট এর সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশুর সভাপতিত্বে পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্তের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাট্য পরিষদের প্রাক্তন প্রধান পরিচালক ব্যারিস্টার মো. আরশ আলী, পরিষদের প্রধান পরিচালক অরিন্দম দত্ত চন্দন, ইমজা সিলেট এর সভাপতি আল-আজাদ, সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ‍শাহ্‌ দিদার আলম। সেই সাথে সম্মিলিত নাট্য পরিষদ এর পরিচালক চম্পক সরকার, কনোজ চক্রবর্তী বুলবুল, সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক শহিদুল ইসলাম অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন।

 

উদ্বোধনী অনুষ্ঠান শেষে মুক্তমঞ্চ চত্বর থেকে এক আনন্দ শোভাযাত্রা বের হয়। মুক্তমঞ্চে থিয়েটার বাংলা, থিয়েটার মুরারিচাদ পথ নাটক এবং সন্ধ্যায় অডিটোরিয়াম মূল-মঞ্চে পাঠাভিনয়ে অংশ নেন প্রবীণ নাট্যজন ও মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন লস্কর, ভবতোষ রায় বর্মণ, নাট্যায়ন সিলেট, নাট্যালোক সিলেট, কথাকলি সিলেট, দর্পণ থিয়েটার সিলেট, নাট্যমঞ্চ সিলেট, দিক থিয়েটার (শাবিপ্রবি), থিয়েটার সিলেট। রাত ৯টা পর্যন্ত হলভর্তি দর্শক পাঠাভিনয় উপভোগ করেন।

সন্ধ্যা সাড়ে ছয়টায় পাঠাভিনয় উৎসবে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশন এর মেয়র আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানে বক্তারা বলেন এক বৈরী সময়ে সম্মিলিত নাট্য পরিষদ যাত্রা শুরু করে। বহু সংগ্রাম, ঐতিহ্যের সাথে নাট্য পরিষদ ছিলো অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনায় নাট্য পরিষদ সংগ্রাম করে আসছে। বক্তারা মানবিক সমাজ বিনির্মাণে নাট্য আন্দোলনকে এগিয়ে নিয়ে সম্মিলিত নাট্য পরিষদের কার্যক্রমের প্রশংসা করে আরো সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। বর্ণাঢ্য র‌্যালী পথনাটক ও পাঠাভিনয় উৎসবে রঙিন ছিলো পুরো অনুষ্ঠান।

আপনার মন্তব্য

আলোচিত