সংবাদ বিজ্ঞপ্তি

০৬ ডিসেম্বর, ২০১৭ ১৫:০৬

সিলেটে এসডিজির ‘টেকসই উন্নয়ন বাস্তবায়ন’ শীর্ষক সেমিনার শুক্রবার

‘টেকসই উন্নয়ন বাস্তবায়ন’ শীর্ষক এক সেমিনারের সিলেটে আয়োজন করতে যাচ্ছে সাসটেইনেবল ডেভলাপমেন্ট গোলস (এসডিজি)। জাতিসংঘের টেকসই লক্ষ্য মাত্রা ২০৩০কে উদ্দেশ্য করে কাজ করে যাচ্ছে আন্তর্জাতিক এ সংঘটনটি।

শুক্রবার (৮ ডিসেম্বর) নগরীর সুরমা টাওয়ারস্থ লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাসে সকাল ৯ ঘটিকায় সেমিনারটি শুরু হতে যাচ্ছে। এসডিজির ভিশন ২০২০ প্রকল্পের দক্ষিণ এশিয়ার টিমটি সিলেটে এ সেমিনারের আয়োজন করতে যাচ্ছে।

এতে উপস্থিত থাকবেন মোহাম্মাদ রিয়াল আহসান সিইও লাইফ কনসালটেন্ট এন্ড ডেভলাপমেন্ট লি:, সুমাইয়া রশিদ কান্ট্রি ডিরেক্টর এসআর এশিয়া এডভাইজার ভীষণ ২০২০ সাউথ এশিয়া, তরুণ প্রযুক্তিবিদ জিমি মজুমদার কান্ট্রি ডিরেক্ট ভীষণ ২০২০ সাউথ এশিয়া ও প্রজেক্ট ম্যানেজার খুরশিদ আলম।

এ বিষয়ে সিলেটের টিম লিডার তারেক আহমেদ সোহাগ জানান, সিলেটে প্রথম বারের মতো সেমিনারটি অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেমিনারটিতে সিলেটের বিভিন্ন স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের প্রায় দুই শতাধিক শিক্ষার্থীরা অংশ গ্রহণ করবে।

এছাড়াও এ সেমিনারে চাইলে যে কেউ এতে অংশগ্রহণ করতে পারবে। রেজিস্ট্রেশনের জয় যোগাযোগ করতে ০১৭০৭০৭৪৬২৯ নাম্বারে ফোন করতে হবে।

আপনার মন্তব্য

আলোচিত