সিলেটটুডে ডেস্ক

১৩ ডিসেম্বর, ২০১৭ ১৭:৩৬

বিজয় দিবস উপলক্ষে মহানগরীর ২০ ও ২১নং ওয়ার্ড শ্রমিক লীগের আলোচনা সভা

মহান বিজয় দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ সিলেট মহানগরীর ২০ ও ২১নং ওয়ার্ডের উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাত ১০টায় নগরীর শিবগঞ্জস্থ সৈয়দ হাতিম আলী প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

জাতীয় শ্রমিক লীগ ২০নং ওয়ার্ড শাখার সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে ও সিলেট মহানগর শ্রমিক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ তোফায়েল আহমদ শেপুলের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য, সিলেট মহানগরের সভাপতি সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন, ৩০ লক্ষ শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল এই দেশ। আজ আমরা স্বাধীনভাবে এদেশে বসবাস করছি। আপনাদের সামনে দাঁড়িয়ে দুটি কথা বলতে পারছি। সেই ইতিহাসটুকু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে অর্জিত হয়েছিল স্বাধীন ও সার্বভৌমত্ব বাংলাদেশ। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আজ বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় সহ-সভাপতি ও সিলেট জেলার সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, জাতীয় পরিষদ সদস্য ও ২০নং আওয়ামী লীগের সভাপতি মো. সানোয়ার, সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মহানগর শ্রমিক লীগ সভাপতি শাহরিয়ার কবির সেলিম, সাধারণ সম্পাদক নাজমুল আলম রুমেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি মুহিব উস সামাদ রিজভী, সহ-সভাপতি সৈয়দ এনায়েতুল বারী মুর্শেদ, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক হিরক দে পাপ্পু, ২০নং ওয়ার্ড আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আব্দুল মালেক, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই হাদী, সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ফয়সল মাহমুদ, জেলা শ্রমিক লীগের ক্রীড়া সম্পাদক শাহ আলম সুরুক, বালাগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুল আহাদ, ২০নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. শাহজাহান, ১৯নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মো. আবু নাসির বেপারী, মহানগর শ্রমিক লীগ আহ্বায়ক কমিটির সদস্য জালাল আহমদ, ২১নং ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি তুফায়েল আহমদ তারেক, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি অনিরুদ্ধ মজুমদার পলাশ, ছাত্রলীগ সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক শিপলু রায়, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক ইমরান আহমেদ, সাবেক সদস্য এমদাদুল কবির অমর, সাবেক সদস্য সাদেকুর রহমান সাদেক, ২০নং ওয়ার্ড শ্রমিক লীগের সাধারণ সম্পাদক খলিলুর রহমান, স্বেচ্ছাসেবক লীগ নেতা তুফাজ্জল ইসলাম, সিলেট জেলা মুক্তিযুদ্ধ প্রজন্ম লীগের সভাপতি হাজী দেওয়ান মুরাদ হাসান, মুক্তিযোদ্ধা অটোরিক্সা-শ্রমিক ইউনিয়ন ৭০৭- এর সভাপতি মো. সালমান, অটোরিক্সা-শ্রমিক ইউনিয়ন ৭০৭-এর টিলাগড় শাখার সভাপতি নুরুল ইসলাম খান, সিরাজুল ইসলাম, রাজু আহমদ, কাজল মল্লিক, মো. জাহাঙ্গীর খান, সাজু আহমদ সাজু, বাচ্চু মিয়া, মহিলা শ্রমিক লীগ নেত্রী আছারুন বেগম, সালেহা বেগম, সুমতি রানী দাস, ফাতেমা বেগম, পারিশা বেগম, আচিয়া খাতুন, রাবেয়া বেগম প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে ২০ ও ২১ নং ওয়ার্ডের সর্বস্তরের শ্রমিক লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য

আলোচিত