সিলেটটুডে ডেস্ক

৩১ ডিসেম্বর, ২০১৭ ১৬:৪৪

আসক দক্ষিণ সুরমা শাখার শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) ফাউন্ডেশন দক্ষিণ সুরমা উপজেলা শাখার উদ্যোগে অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শনিবার (৩০ ডিসেম্বর) রাতে এ উপলক্ষে দক্ষিণ সুরমার চন্ডিপুলস্থ শুভেচ্ছা কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা (আসক) ফাউন্ডেশন দক্ষিণ সুরমা উপজেলা শাখার সভাপতি মো. আলতাফুর রহমান আনছারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসনাত রামিমের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সৈয়দ মাহবুব-ই-জামিল। প্রধান বক্তার বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা চেয়ারম্যান আবু জাহিদ।

শুভেচ্ছা বক্তব্য রাখেন শাখার আইন বিষয়ক সম্পাদক এম বি এ শিপন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আলকাছ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দীন নাসিরী।

এ সময় উপস্থিত ছিলেন শাখার কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি এবাদুর রহমান ইমাদ, সাধারণ সম্পাদক কাজী আবু বকর, সাংগঠনিক সম্পাদক রায়হান আহমদ, সদস্য হাজী মো. আশরাফ আহমদ, মো. আব্দুশ শহীদ দুলাল, জামিল আহমদ, সেলিম আহমদ, মজিব আহমদ বিজয়, এনাম আহমদ, আলা উদ্দিন কারাবী প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শাখার সদস্য রিপন আহমদ।

আপনার মন্তব্য

আলোচিত