সিলেটটুডে ডেস্ক

৩১ ডিসেম্বর, ২০১৭ ১৭:৪৯

সিলেট শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ কোর্সে ভর্তি ফরম বিতরণের সময় বৃদ্ধি

সিলেট জেলা শিল্পকলা একাডেমিতে প্রশিক্ষণ কোর্সের সংগীত (শিশু ও সাধারণ), নৃত্য (শিশু ও সাধারণ), চারুকলা (শিশু ও সাধারণ), নাটক, আবৃত্তি ও তালবাদ্যযন্ত্র বিষয়ে ভর্তির ফরম বিতরণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আগ্রহী প্রার্থীরা ১০ জানুয়ারির মধ্যে পূর্ব শাহী ঈদগাহস্থ জেলা শিল্পকলা একাডেমি থেকে ভর্তি ফরম সংগ্রহ করে ১ কপি স্ট্যাম্প সাইজের ছবি ও জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত ফটোকপিসহ ভর্তি ফরমটি জমা দিতে পারবেন।

উল্লেখ্য, সংগীত ও নৃত্য শিশু বিভাগে প্রার্থীদের বয়স ৬ থেকে ১১ বছরের মধ্যে, চারুকলা শিশু বিভাগে প্রার্থীদের বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে এবং সংগীত সাধারণ, নৃত্য সাধারণ, চারুকলা, নাট্যকলা, আবৃত্তি ও তালবাদ্যযন্ত্র বিভাগে প্রার্থীদের বয়স ১২-৩৫ বছরের মধ্যে হতে হবে। ভর্তি পরীক্ষা নোটিশ বোর্ডে প্রদর্শিত সময়সূচী অনুযায়ী অনুষ্ঠিত হবে।

আপনার মন্তব্য

আলোচিত