মৌলভীবাজার প্রতিনিধি

১১ জানুয়ারি, ২০১৮ ১৬:৪৫

মৌলভীবাজারে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে ৩ দিনব্যাপী উন্নয়ন মেলা’১৮। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে একযোগে সারাদেশের প্রতিটি জেলা ও উপজেলায় অনুষ্ঠিত উন্নয়ন মেলার উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে মৌলভীবাজার সরকারী উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত মেলার মাঠে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক তোফায়েল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান আজিজুর রহমান, জেলা আওয়ামীলীগ সভাপতি নেছার আহমদ সহ সরকারী-বেসরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

উদ্বোধন শেষে শুরু হয় মেলার কার্যক্রম। মেলায় সরকারের বিভিন্ন দপ্তরের উন্নয়ন কার্যক্রম নিয়ে ১০০টি স্টল রয়েছে। এর মধ্যে অর্ধশতাধিক স্টলে মেলা চলাকালীন সময়ে তাৎক্ষনিক সেবা পাবেন সাধারণ মানুষ। এ মেলা চলবে ১৩ জানুয়ারি সন্ধ্যা পর্যন্ত।

সকালে উন্নয়ন মেলার উদ্বোধন উপলক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে এসে মেলার উদ্বোধন করা হয়.

উদ্বোধনী র‌্যালিতে সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন।

আপনার মন্তব্য

আলোচিত