সিলেটটুডে ডেস্ক

১৭ জানুয়ারি, ২০১৮ ২১:৪৯

উপশহর ব্যবসায়ী সমিতি ইএফ ব্লকের পরিচিতি সভা অনুষ্ঠিত

সিলেটের শাহজালাল উপশহর ব্যবসায়ী সমিতি ইএফ ব্লকের ২০১৮-২০১৯ইং সনের ২১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি এবং ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদের পরিচিতি সভা উপশহর ই ব্লক পয়েন্টে অনুষ্ঠিত হয়েছে।  

সমিতির সভাপতি এহছান-উর-রহমান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মুহিবুর রহমান মিছলু'র পরিচালনায় পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ২২নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মিছবাহ্ উদ্দিন। নবগঠিত কমিটির সকল সদস্যকে শপথ বাক্য পাঠ করান প্রধান অতিথি।   

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এড. সালেহ আহমদ সেলিম, সিলেট চেম্বার অব কমার্স এর পরিচালক ও শাহজালাল উপশহর কল্যাণ পরিষদের সভাপতি এহতেশামুল হক চৌধুরী, উপশহর কল্যাণ পরিষদের সাবেক সভাপতি ও ডি-ব্লকস্থ শাহজালাল উপশহর জামে মসজিদের সাবেক সভাপতি নূরুল ইসলাম চৌধুরী ফলিক, উপশহর কল্যাণ পরিষদের নব-নির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক একেএম বদরুল আমিন হারুন, উপশহর একাডেমীর সভাপতি এড. আব্দুল ওয়াদুদ, শাহজালাল উপশহর জি-ব্লক উন্নয়ন কমিটির সভাপতি চৌধুরী হেলাল।

আরো বক্তব্য রাখেন উপশহর ব্যবসায়ী সমিতি ইএফ এর সাবেক সভাপতি হাজী শামসুল হক, উপশহর কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন রুবেল, উপশহর ব্যবসায়ী আই-ব্লক শাখার সাধারণ সম্পাদক সোহরাব আলী, সি ও ডি- ব্লক শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সোহেল, ইসলাহ উদ্দিন বাবলু, সমিতির সহ-সভাপতি নজরুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও মোঃ হাছান আলী, সহ সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মাজহারুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক এনামুল আজিজ মুন্না, অর্থ বিষয়ক সম্পাদক মো. ইসলাম উদ্দিন, প্রচার সম্পাদক হাছান আহমদ ফরহাদ, ধর্ম বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল, মহিলা বিষয়ক সম্পাদক ফাতেমা মোমিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ফজলুল আহমদ, দপ্তর বিষয়ক সম্পাদক খালেদ আহমদ, সদস্য রঞ্জু চক্রবর্তী, নাহিদ আহমদ, পিংকু কর, সৈয়দ আক্তার চৌধুরী, মোঃ ফরিদ উদ্দিন, মো. আলা উদ্দিন, তাহের আহমদ খান, মাসুম আহমদ সিদ্দিকী, আঞ্জব আলী, দুলাল আহমদ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোঃ জাহেদ আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর সৈয়দ মিছবাহ্ উদ্দিন বলেন, উপশহর ব্যবসায়ী সমিতি ই,এফ ব্লক শাখার যে নবগঠিত বর্তমান কমিটির নেতৃত্বে সংগঠনটি আরো গতিশীল হবে সেই সাথে ব্যবসায়ী ও সমাজ উপকৃত হবে। আপনাদের মধ্যে যে একাত্মতা ও আন্তরিকতা তা নি:সন্দেহে প্রশংসার দাবী রাখে। এটি যেন চলার পথে অটুট থাকে তাহলে'ই সমিতির কার্যক্রম এগিয়ে যাবে।

আপনার মন্তব্য

আলোচিত