সিলেটটুডে ডেস্ক

২৯ জানুয়ারি, ২০১৮ ২০:২০

জৈন্তাপুরে জেন্ডার সচেতনতামূলক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

সিলেটের জৈন্তাপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা সূচনার পরিচিতি ও অতি দরিদ্র জনগোষ্ঠীর মা ও শিশুদের অপুষ্টি দূরীকরণে পুষ্টি বিষয়ক জেন্ডার সচেতনতামূলক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জানুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ে সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধিদের নিয়ে সূচনা প্রকল্পের আয়োজনে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মৌরীন করিম।

উপজেলা প্রকল্প অফিসার গৌতম দাসের সভাপতিত্বে ও হেলেন কেলার ইন্টারন্যাশনাল’র উপজেলা প্রতিনিধি মমতা চক্রবর্তী এবং কাজী মোজ্জামেল হোসেনের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির মধ্যে উপস্থিত ছিলেন জৈন্তাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বশির উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শ্রী জয়মতি, সহকারী কমিশনার (ভূমি) মুনতাছির হাসান পলাশ, সমাজ সেবা কর্মকর্তা এ কে আজাদ ভূঁইয়া, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডা. মিছবা উদ্দিন, কৃষি কর্মকর্তা ফারুক হোসাইন, জনস্বাস্থ্য প্রকৌশলী জাকির হোসেন, চারিকাটা ইউপি চেয়ারম্যান শাহ-আলম চৌধুরী তোফায়েল, চিকনাগুল ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ, জৈন্তাপুর প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুল হালিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহজাহান কবির খান, সদস্য গোলাম সরওয়ার বেলাল প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত