সংবাদ বিজ্ঞপ্তি

০৩ ফেব্রুয়ারি , ২০১৮ ০১:৫৭

ষড়যন্ত্র মোকাবেলায় যুবদল-ছাত্রদলকে রাজপথে থাকতে হবে: শাহীন

সিলেট জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, সিলেট জেলা যুবদল নেতা ও জেলা বিএনপির সিনিয়র সদস্য কামরুল হাসান শাহীন বলেছেন, ৮ ফেব্রুয়ারি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কোন অন্যায় রায় হলে সারাদেশে আগুন জ্বলবে। এক্ষেত্রে যুবদল ও ছাত্রদল নেতাকর্মীদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে, রাজপথে থাকতে হবে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়ন যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কামরুল হাসান শাহীন বলেন, আমাদের মনে রাখতে হবে দেয়ালে পিঠ ঠেকে গেছে। আন্দোলন সংগ্রামই মুক্তির একমাত্র পথ। জাতীয়তাবাদী শক্তির দুর্দিনে শহীদ জিয়ার সৈনিকেরা চুপ থাকতে পারেনা।

ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলায় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর রায় ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান সহ কারাগারে আটক সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তি দাবি করে শাহীন বলেন, নেতাকর্মীদের গণহারে গ্রেপ্তার বাসা-বাড়িতে তল্লাশির নামে হয়রানি বরদাশত করা হবেনা।

আলীনগর ইউনিয়ন যুবদলের সভাপতি লিটন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও যুবদল নেতা রেজাউল হক রেজার পরিচালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক শামীম আহমদ, উপজেলা বিএনপির আন্তর্জাতিক সম্পাদক নওয়াজিশ চৌধুরী সাকী, বিয়ানীবাজার উপজেলা যুবদলের সহ-সভাপতি বাবর চৌধুরী, যুগ্ম সম্পাদক রুহুল আমীন রিপন।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিএনপি নেতা কাওছার আহমদ, জাসাস নেতা এমদাদুল হক সামু, জাকির হোসেন, ছাত্রদল নেতা ফাহিম, জাবেদ, রাজা, শামীম আহমদ, ইনতাজ ও সনই প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত