সিলেটটুডে ডেস্ক

২৭ ফেব্রুয়ারি , ২০১৮ ১৬:০৬

অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন আখালিয়া-সুরমা মার্কেট উপপরিষদের অফিস উদ্বোধন

সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর অন্তর্ভুক্ত নবগঠিত বৃহত্তর আখালিয়া, মদিনা মার্কেট, রিকাবীবাজার পয়েন্ট, শেখঘাট জিতু মিয়ার পয়েন্ট তালতলা, ক্বীন ব্রীজ সংলগ্ন সুরমা মার্কেট পয়েন্ট উপপরিষদের অফিস উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় আখালিয়া বিজিবি সেক্টর ১নং গেইট প্রাঙ্গণে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শাখা সভাপতি মো. আব্দুল হামিদের সভাপতিত্বে ও আখালিয়া সুরমা মার্কেট উপপরিষদের সাংগঠনিক সম্পাদক সামসুল হক মানিকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিসিক’র ৯নং ওয়ার্ড কাউন্সিলর মো. মখলিছুর রহমান কামরান। উদ্বোধনী বক্তব্য রাখেন সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন রেজি নং চট্ট ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ মো. শওকত আলী, ৬নং টুকেরবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাফুর রহমান আতা, সমাজসেবক মো. সেলিম, মো. মাহবুবুর রহমান, আখালিয়া নবাবী মসজিদ মার্কেট সমিতি ব্যবসায়ী কমিটির সভাপতি মো. তইমুর রাজা, সমাজসেবক অপুরেস কুমার দাস অপু, জেলা কমিটির সদস্য রাজা আহমদ রাজা।

আখালিয়া সুরমা মার্কেট উপপরিষদে সহসভাপতি মো. আব্দুল হান্নান, সম্পাদক মো. কামরুজ্জামান কামরুল, সদস্য জাফর আহমদ জাফু, হাসান মিয়া, লিটন, নাসির খান, ইব্রাহিম মিয়া, শিপু, টিলাগড় শাখার সভাপতি নুরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক সুজন মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহিম ঝাড়ু, সহ সাংগঠনিক সম্পাদক আলেক খান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, সিলেট জেলা অটোরিক্সা শ্রমিক ইউনিয়নে সকল পরিবহণ শ্রমিকরা আজ নানামুখী ষড়যন্ত্রের শিকার। শ্রমিক নামধারী কিছু অনুপ্রবেশকারী এ সংগঠনের নামে কলঙ্ক লেগে দিয়েছে। তবে বর্তমানে সকল পরিবহণ শ্রমিকরা সজাগ। তারা তাদের ভাল মন্দ বুঝেন। তাই অন্য কারো প্ররোচনা পরে এক সংগঠনে থেকে অন্য সংগঠনে সাথে জড়িত না থাকার আহবান জানান এবং সকল ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙ্গে পরিবহণ শ্রমিকদের ঐক্যবদ্ধ হয়ে শ্রমিকদের কল্যাণে কাজ করার আহবান জানান নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত