সংবাদ বিজ্ঞপ্তি

২৭ নভেম্বর, ২০১৮ ১৭:১০

সিলেট প্রবীণ হিতৈষী সংঘের ফ্রি-চক্ষু শিবির অনুষ্ঠিত

সিলেট প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান হাসপাতাল ও বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজারের যৌথ উদ্যোগে নগরীর বাগবাড়িস্থ প্রবীণ হাসপাতালে এক ফ্রি-চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ নভেম্বর) দিন ব্যাপী এই ফ্রি-চক্ষু শিবির অনুষ্ঠিত হয়।
 
ফ্রি-চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজারের দাতা মিসেস রিছেন এন্ডুইচ।
 
বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান হাসপাতালের সভাপতি দেওয়ান মাসুদ রাজা চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বিভাগ গণদাবী ফোরামের সহ-সভাপতি ও প্রবীণ হিতৈষী সংঘের সাংগঠনিক সম্পাদক চৌধুরী আতাউর রহমান আজাদ এডভোকেট, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান হাসপাতাল সিলেটের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক মহিউদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা রাজিউল ইসলাম তালুকদার রাজু, সমাজসেবী কয়েছ আহমদ সাগর, কার্যনির্বাহী সদস্য আতাউর রহমান খান শামছু ও আব্দুল মতিন প্রমুখ।
 
চক্ষু শিবিরে ৬ শতাধিক চক্ষু রোগীকে চিকিৎসকগণ পরীক্ষা করে ব্যবস্থাপত্র, ওষুধপত্র প্রদান করেন। এছাড়া প্রায় ১শ জন রোগীর চক্ষু অপারেশনের জন্য বাছাই করে ছানি অপারেশনের জন্য মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল নেয়া হয়।

আপনার মন্তব্য

আলোচিত