সংবাদ বিজ্ঞপ্তি

২৭ নভেম্বর, ২০১৮ ১৭:২২

দক্ষিণ সুরমার লাউয়াইয়ে নৌকার সমর্থনে সেন্টার কমিটি গঠন

সিলেট-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের সমর্থনে সিলেটের সদর দক্ষিণ উপজেলার বরইকান্দি ইউনিয়নের লাউয়াইয়ে ৪নং ওয়ার্ডের সেন্টার কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২৬ নভেম্বর) রাতে ওয়ার্ড আওয়ামী লীগ আয়োজিত যৌথ কর্মীসভায় এই কমিটি গঠন করা হয়।
 
ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলী আহমদ খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুস সালাম গয়াসের পরিচালনায় এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলীর সদস্য ও বর্তমানে যুক্তরাষ্ট্র প্রবাসী আওয়ামী লীগ নেতা মো. মুজিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগ নেতা ফজলুল করিম হেলাল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাহসিন আহমদ চৌধুরী দীপু, সাবেক সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মো. আব্দুস ছত্তার, জেলা কৃষক লীগ নেতা মো. মোস্তাকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আখতার হোসেন মাস্টার, প্রবীণ আওয়ামী লীগ নেতা তাজুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান শাহীন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রূপল মাহমুদ, যুবলীগ নেতা সায়েম আহমদ, সুজাতুর রহমান, ফাহিমুর রউফ, হাফিজুর রহমান মুক্তা, শাহাব উদ্দিন, আব্দুল আহমদ, কাইয়ুম আহমদ প্রমুখ। কর্মীসভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ছাত্রলীগ নেতা জুবেল আহমদ।

সভায় জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরইকান্দি ইউনিয়নের ৪নং ওয়ার্ডে নির্বাচনী কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে ১০১ সদস্য বিশিষ্ট একটি সেন্টার কমিটি গঠন করা হয়। ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আলী আহমদ খানকে আহবায়ক ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম গয়াসকে সদস্য সচিব মনোনীত করে গঠিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সাইফুল আলম, মো. ইমাম উদ্দিন, আলী আকবর খান হিরা, আব্দুল মান্নান মনাফ, মো. দারা মিয়া, মো. আতিকুর রহমান, মো. আব্দুস ছত্তার, লায়েক আহমদ, তৌফিক আহমদ খান, জেলা পরিষদ সদস্য মো. মতিউর রহমান, কৃষকলীগ নেতা আবু সাইদ, মোস্তাকুর রহমান, মিজানুর রহমান শাহীন, রূপল মাহমুদ, বেলাল আহমদ, সুজাতুর রহমান, সায়েম আহমদ, নজমুল ইসলাম খসরু, রাজীব আহসান রিমন, শাহাব উদ্দিন, এডভোকেট মুমিনুর রহমান টিটু, খলিলুর রহমান, সাব্বির আহমদ, ফাহিমুর রউফ ফাহিম, আশরাফুর রহমান এজাজ, মো. রাজা মিয়া, মনোয়ার হোসেন, জাকির হোসেন, হাসানুর রউফ মুহিম, মোবারক হোসেন, আলমগীর হোসেন, আল-আমীন, সজল তালুকদার, হারুন খান, সিরাজ মিয়া, আলী হায়দার শাহীন, হাফিজুর রহমান মুক্তা ও ফয়জুর রহমান শামীম। কমিটির বাকি সদস্যদের নাম শিগগিরই ঘোষণা করা হবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কর্মীসভার শুরুতে উপজেলা আওয়ামী লীগ নেতা আব্দুস সালাম মর্তুর অকাল মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করা হয়। শোক প্রস্তাবে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে শোকার্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

আপনার মন্তব্য

আলোচিত