স্পোর্টস ডেস্ক

২৯ মে, ২০২০ ২১:৫৭

১১ জুন থেকে লা লিগা শুরু

নভেল করোনাভাইরাসের কারণে মাঝপথে স্থগিত হয়ে যাওয়া স্প্যানিশ লা লিগা আবারও শুরু হচ্ছে। আগামী ১১ জুন বল মাঠে গড়াবে বলে জানিয়েছেন লা লিগা সভাপতি হাভিয়ের তেবাস।

স্পেনের দৈনিক মার্কার সঙ্গে আলাপচারিতায় ২০২০-২১ মৌসুম নিয়েও কথা বলেছেন তেবাস। আগামী ১২ সেপ্টেম্বর থেকে তা শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

“আমরা প্রস্তুত আছি এবং যে দিন আমরা লিগ শেষ করতে পারব, সেটি গুরুত্বপূর্ণ বিষয় হবে।”

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদর্ভাবের কারণে গত ১২ মার্চ থেকে স্থগিত রয়েছে লা লিগা। স্পেন সরকারের কাছ থেকে সবুজ সংকেত পাওয়ার পর থেকে লিগ শুরুর দিনক্ষণ নিয়ে অনেক কথা শোনা যাচ্ছিল।

আগামী ৮ জুন লা লিগা পুনরায় শুরুর অনুমতি দেন স্পেনের প্রধানমন্ত্রী। এরপর তেবাস জানান ১২ জুন শুরুর সম্ভাব্য তারিখ। দর্শকশূন্য স্টেডিয়ামে রিয়াল বেতিস ও সেভিয়ার মধ্যেকার ডার্বি দিয়ে ২০১৯-২০ লিগ মৌসুমের বাকি খেলা শুরু কথাও জানান তিন।

৫৮ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষে রয়েছে বার্সেলোনা। দুই পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। লা লিগার ১১ রাউন্ডের খেলা বাকি রয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত