সিলেটটুডে স্পোর্টস ডেস্ক

১৯ অক্টোবর, ২০১৫ ২২:৫২

ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে বাদ পড়লেন আলিম দার

ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার চলমান গান্ধী-ম্যান্ডেলা ট্রফির তৃতীয় ওয়ানডের আম্পায়ারিং থেকে বাদ পড়লেন পাকিস্তানি আম্পায়ার আলিম দার।

আইসিসি সোমবার (১৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আলিম দারকে সরিয়ে নেওয়ার কথা জানায়।

সোমবার সকালে মুম্বাইয়ে উগ্র হিন্দুবাদী সংগঠন শিবসেনার বিক্ষোভের মুখে ভারত ও পাকিস্তানের ক্রিকেট প্রধানের বৈঠক স্থগিত হওয়ার পর রাতে পাকিস্তানি এ আম্পায়ারকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

ভারত-দক্ষিণ আফ্রিকার মধ্যকার চলমান গান্ধী-ম্যান্ডেলা ট্রফির প্রথম তিন ওয়ানডেতে আম্পায়ার ছিলেন দার। শেষ দুটি ওয়ানডেতেও আম্পায়ার থাকার কথা ছিল তার। কিন্তু আগামী রোববার মুম্বাইয়ে শেষ ওয়ানডেতে দারকে ম্যাচ পরিচালনা করতে দেওয়া হবে না বলে হুমকি দেয় শিবসেনা।

সংবাদ বিজ্ঞপ্তিতে আইসিসির এক মুখপাত্র বলেন, “আলিম দার তার দায়িত্ব সামর্থ্যের সেরাটা দিয়ে পালন করতে পারবেন, বর্তমান পরিস্থিতিতে এটা আশা করা অযৌক্তিক। এজন্য তাকে সরিয়ে নেওয়া হয়েছে। তার পরিবর্তে কে যাবেন, সেটা শিগগিরই জানানো হবে।”

আপনার মন্তব্য

আলোচিত