স্পোর্টস ডেস্ক

০৬ ডিসেম্বর, ২০১৫ ১০:৩৫

ভ্যালেন্সিয়ার কাছে পয়েন্ট হারাল বার্সেলোনা

লা লিগায় টানা ছয় ম্যাচ জেতার পর পয়েন্ট হারাল বার্সেলোনা। নিজেদের মাঠে বর্তমান চ্যাম্পিয়নদের ১-১ গোলে রুখে দিয়েছে ভালেন্সিয়া।

প্রথমার্ধে একচেটিয়া প্রধান্য বিস্তার করলেও লিওনেল মেসি, নেইমার আর সুয়ারেস লক্ষ্যভেদ করতে পারেননি। ষষ্ঠ মিনিটে গোলের প্রথম সুযোগ তৈরি করে বার্সেলোনা। ডি-বক্সে ঢুকে পড়া নেইমারের শট চলে যায় ক্রসবারের অনেক উপর দিয়ে।

২৬তম মিনিটে খুব সহজ একটি গোলের সুযোগ হারান মেসি। দুর্দান্ত খেলতে থাকা নেইমার পায়ের জাদুতে এক ডিফেন্ডারকে কাটিয়ে বাঁ দিক দিয়ে ডি-বক্সে ঢুকে বল বাড়িয়েছিলেন মেসিকে। আর্জেন্টিনার এই ফরোয়ার্ড বল মেরে দেন গোলরক্ষক বরাবর।

৩৪তম মিনিটে বার্সেলোনার আক্রমণত্রয়ীর একটি প্রচেষ্টা ব্যর্থ হয়। মেসি দুর্দান্ত গতিতে ছুটে গিয়ে বল দিয়েছিলেন বাঁ দিকে থাকা নেইমারকে। ব্রাজিল তারকার ক্রসে সুয়ারেসের ভলি ক্রসবারের একটু উপর দিয়ে যায়।

পরের মিনিটেই আসে আরেকটি সুযোগ। এবার মেসি বল দিয়েছিলেন ডানে থাকা সুয়ারেসকে। উরুগুয়ের এই ফরোয়ার্ডের ক্রস ফাঁকায় থাকা নেইমারের নাগালের বাইরে দিয়ে যায়।

বিরতির পর আক্রমণের ধার কমেনি বার্সেলোনার। ৫৯তম মিনিটে পাল্টা আক্রমণে দলকে এগিয়ে দেন সুয়ারেস। মেসির উঁচু পাস থেকে ডি-বক্সে বল পেয়ে দুরূহ কোণ থেকে গোলরক্ষককে পরাস্ত করেন উরুগুয়ের এই তারকা।

লা লিগায় এ মৌসুমে সুয়ারেসের গোল হলো ১৩টি। গোলদাতাদের তালিকায় ১৪ গোল করে সবার উপরে আছেন নেইমার।

৭৪তম মিনিটে বল নিয়ে দারুণ গতিতে প্রতিপক্ষের কয়েকজন খেলোয়াড়কে ফাঁকি দিয়ে এগিয়ে শট নিয়েছিলেন নেইমার; কিন্তু বল লক্ষ্যে থাকেনি।

ম্যাচের নির্ধারিত সময় শেষের ১২ মিনিট আগে গোলের প্রথম ভালো সুযোগটা পায় ভালেন্সিয়া। রদ্রিগো দে পলের শট কোনোমতে ঠেকান গোলরক্ষক ক্লাওদিও ব্রাভো।

৮৬তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে সমতায় ফেরে স্বাগতিকরা। লম্বা বাড়ানো বল দারুণভাবে নামিয়ে পাকো আলকাসার বাড়িয়েছিলেন সান্তি মিনাকে। জোরাল শটে ব্রাভোকে পরাস্ত করেন তরুণ এই স্প্যানিশ ফরোয়ার্ড।

যোগ করা সময়ে মেসির জোরাল শট গোলরক্ষক ঠেকিয়ে দিলে হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয় বার্সেলোনাকে।

১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

আগের ম্যাচে দিয়েগো গদিন ও আন্তোয়ান গ্রিজমানের লক্ষ্যভেদে গ্রানাদাকে ২-০ গোলে হারানো আতলেতিকো মাদ্রিদ ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে।

দিনের প্রথম ম্যাচে ক্রিস্তিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, করিম বেনজেমায় গড়া আক্রমণভাগ জ্বলে ওঠায় সহজ জয় পায় রিয়াল মাদ্রিদ। গেতাফেকে ৪-১ গোলে হারিয়ে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে রাফায়েল বেনিতেসের দল।

আপনার মন্তব্য

আলোচিত