স্পোর্টস ডেস্ক

০৪ এপ্রিল, ২০২২ ১৫:৪৬

শেষ দিনের বিপর্যয়ে বড় হার বাংলাদেশের

২৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে পঞ্চম দিনের শুরুতেই পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। ১১ রান ও হাতে ৩ উইকেট নিয়ে দিন শুরু করা বাংলাদেশ গুটিয়ে যায় প্রথম ঘণ্টাতেই। ৪২ রান যোগ করে দলীয় ৫৩ রানেই অলআউট টাইগাররা। ডারবানে দুই দলের মধ্যকার প্রথম টেস্টে প্রোটিয়ারা ২২০ রানে জিতেছে। ফলে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল স্বাগতিকরা। ২০১৩ সালের পর ডারবানে টেস্ট জিতল দক্ষিণ আফ্রিকা।

আন্তর্জাতিক টেস্টে দ্বিতীয় ইনিংসে আজকের ৫৩ রানই বাংলাদেশের সর্বনিম্ন স্কোর। এর আগে দ্বিতীয় ইনিংসের বাংলাদেশের সর্বনিম্ন সংগ্রহ ছিল ৮৬ রান। কলম্বোতে ২০০৫ সালে এই রেকর্ডটি গড়েছিল বাংলাদেশ দল। আর দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের সর্বনিম্ন রান হল মাত্র ৪৩। ২০০৭ সালে নর্থ সাউদ গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই লজ্জার রেকর্ডে নাম লিখিয়েছিল টাইগাররা।

চতুর্থ দিন শেষ বিকেলে ৩ উইকেট হারিয়ে ফেলায় অনেক কিছুই নির্ভর করছিল মিডল অর্ডারের ওপর। টিম ডিরেক্টর খালেদ মাহমুদও এমন প্রত্যাশার কথা বলেছিলেন। কিন্তু দিনের খেলা শুরু হতেই কেশব মহারাজের ঘূর্ণিতে দিশেহারা হয়ে পড়ে মিডল অর্ডার।

দিনের পঞ্চম বলে অভিজ্ঞ মুশফিককে হারায় বাংলাদেশ। কেশব মহারাজের ঘূর্ণিতে পরাস্ত হয়ে এলবির শিকার হয়েছেন শূন্য রানে। এক ওভার বিরতি দিয়ে মহারাজের স্পিন ঘূর্ণিতে এবার ফিরলেন লিটন দাস (২)। শান্তকে সঙ্গ দিতে ক্রিজে এসে ইয়াসির আগ্রাসী শুরু করেন। তবে মহারাজের বলে শেষ রক্ষা করতে পারেননি। ৫ রানে বোল্ড হন ইয়াসির। এতে ৫ উইকেটের দেখা পেয়েছেন প্রোটিয়া বামহাতি স্পিনার।

এরপর বাংলাদেশ শিবিরে আঘাত করেন শিমন হারমার। মেহেদি হাসান মিরাজকে শূন্য রানে ফেরানোর পর ২৬ রান করা নাজমুল হোসেন শান্তকেও আউট করেন তিনি। এরপর ভয়ঙ্কর হয়ে ওঠেন মহারাজ। তিনি বাংলাদেশের শেষ দুটি উইকেটও দখল করেন। খালেদ আহমেদকে শূন্য ও তাসকিন আহমেদকে ১৪ রানে প্যাভিলিয়নে পাঠান।

১০ ওভার বল করে মাত্র ৩২ রানে ৭ উইকেট দখল করেন মহারাজ। ৩ উইকেট পান হারমার।

এর আগে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৩৬৭ করলে জবাবে বাংলাদেশ ২৯৮ রান করে। পরে প্রোটিয়ারা দ্বিতীয় ইনিংসে ২০৪ রানে অলআউট হয়।

সংক্ষিপ্ত স্কোরকার্ড

প্রথম ইনিংস

দক্ষিণ আফ্রিকা: ১২১ ওভার; ৩৬৭/১০; (এলগার ৬৭, আরউই ৪১, পিটারসেন ১৯, বাভুমা ৯৩, রিকেল্টন ২১, ভেরেইনা ২৮, মালদার ০, কেশভ ১৯, হারমার ৩৮*, উইলিয়ামস ১২, অলিভিয়ের ১২); (তাসকিন ২৩-৪-৬৯-০, ইবাদত ২৯-১০-৮৬-২, খালেদ ২৫-৩-৯২-৪, মিরাজ ৪০-৮-৯৪-৩, মুমিনুল ৪-০-১৭-০)।

বাংলাদেশ: ১১৫.৫ ওভার; ২৯৮/১০; (জয় ১৩৭, সাদমান ৯, শান্ত ৩৮, মুমিনুল ০, মুশফিক ৭, তাসকিন ১, লিটন ৪১, ইয়াসির ২২, মিরাজ ২৯, খালেদ -, এবাদত ০*); (অলিভিয়ের ১৫-৫-৩৬-১, উইলিয়ামস ১৮.৫-৩-৫৪-১, হারমার ৪০-১২-১০৩-৪, কেশভ মহারাজ ৩৭-১৫-৬৫-০, এলগার ১-০-৮-০, মালদার ৪-১-২৩-১)।

দ্বিতীয় ইনিংস

দক্ষিণ আফ্রিকা: ৭৪ ওভার, ২০৪/১০, (আরউই ৮, এলগার ৬৪, পিটারসেন ৩৬, বাভুমা ৪, রিকেল্টন ৩৯*, ভেরিনা ৬, মালদার ১১, কেশভ ৫, হারমার ১১, উইলিয়ামস ০, অলিভিয়ের ০); (খালেদ ১৩-১-৩৩-০, মিরাজ ৩৫-৬-৮৫-৩, শান্ত ১-০-৩-০, এবাদত ১৩-১-৪০-৩, মুমিনুল ১-১-০-০, তাসকিন ১১-১-২৪-২)

বাংলাদেশ: ২০ ওভার; ৫৩/১০; (জয় ৪, সাদমান ০, শান্ত ২৬, মুমিনুল ২, মুশফিকুর ০, লিটন ২, ইয়াসির ৫, মিরাজ ০, তাসকিন ১৪, খালেদ ০, এবাদত ০*); (কেশভ ১০-০-৩২-৭, হারমার ৯-৩-২১-৩)।

ফলাফল: দক্ষিণ আফ্রিকা ২২০ রানে জয়ী।

আপনার মন্তব্য

আলোচিত