স্পোর্টস ডেস্ক

০৮ মে, ২০২২ ১৪:২৮

এক ঘণ্টা দেরি করে ঢাকায় শ্রীলঙ্কা

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌঁছেছে শ্রীলঙ্কা ক্রিকেট দল। রবিবার দুপুর সাড়ে ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে লঙ্কানদের ১৮ দলের সদস্য।

সফরকারীদের ঢাকায় নামার কথা, আজ বেলা ১১টা ৪৫ মিনিটে। কিন্তু ফ্লাইট বিলম্ব হওয়ায় প্রায় এক ঘণ্টা দেরিতে পৌঁছালেন দিমুথ করুনারত্নেরা। বিমানবন্দর থেকে সরাসরি সোনারগাঁও হোটেলে যাবে শ্রীলঙ্কা। হোটেলেই তাদের সবার করোনা পরীক্ষা হওয়ার কথা রয়েছে। নেগেটিভ রিপোর্ট এলে অনুশীলনের অনুমতি পাবে সফরকারীরা।  

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একদিনের অনুশীলন সেরে বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে ১০ ও ১১ মে দুই দিনের একটি প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা। এরপর সিরিজের প্রথম টেস্ট খেলতে ১৩ মে চট্টগ্রামে যাবে তারা।

১৫ মে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম হবে সিরিজে প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ২৩ মে, মিরপুর শেরে বাংলায় স্টেডিয়ামে।

আপনার মন্তব্য

আলোচিত