সিলেটটুডে ডেস্ক

১০ মে, ২০২২ ২২:৪৭

করোনা আক্রান্ত সাকিব, খেলবেন না প্রথম টেস্ট

সাকিব আল হাসান

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সাকিব আল হাসান। যুক্তরাষ্ট্র থেকে ছুটি কাটিয়ে দেশে ফেরার পর কোভিড পরীক্ষার ফলে তার পজিটিভ এসেছে। ফলে, শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ মে থেকে শুরু হতে যাওয়া প্রথম টেস্টে খেলতে পারবেন না বিশ্বসেরা অলরাউন্ডার।

সাকিবের করোনাভাইরাস আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন বিসিবি চিকিৎসক মানজুর হোসেন।

তিনি বলেন, ‘এই সিরিজের যেই প্রটোকল সেই অনুযায়ী আমরা আজ সাকিবের করোনা টেস্ট করিয়েছি। সেই টেস্টের রেজাল্ট একটু আগে আমাদের হাতে এসেছে। সেখানে তিনি পজিটিভ হয়েছেন।’

সাকিবকে ৫ দিন আইসোলেশনে থাকতে হবে। যার কারণে চট্টগ্রামে প্রথম টেস্টে খেলার সুযোগ নেই তার। ৫ দিনের আইসোলেশন শেষে আরেকটি পরীক্ষা করানো হবে তার। সেখানে নেগেটিভ আসলে ২৩ মে থেকে শুরু হওয়া ঢাকা টেস্টে ফিরতে পারেন ৩৫ বছর বয়সী এ ক্রিকেটার।

মানজুর যোগ করেন, ‘সিরিজের প্রটোকল অনুযায়ী পাঁচ দিন আইসোলেশনে থাকার পর দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি। দ্বিতীয় পরীক্ষার দরকার নেই।’

পারিবারিক কারণে সাউথ আফ্রিকা সিরিজের দুই টেস্ট মিস করা সাকিবকে শ্রীলঙ্কা সিরিজে দলে রাখা হয়েছিল। বিসিবি এখনও তার বিকল্প খেলোয়াড় কে হবেন সেটা ঘোষণা করেনি। আরেক অলরাউন্ডার মেহেদী মিরাজও চোটের কারণে প্রথম টেস্টের দলে নেই।

আপনার মন্তব্য

আলোচিত