স্পোর্টস ডেস্ক

১৪ মে, ২০২২ ১২:২০

সাকিবের খেলা নিয়ে সংশয় দূর করলেন মমিনুল

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলবেন কি খেলবেন না এনিয়ে ছিল আলোচনা। অবশেষে সব আলোচনার সমাপ্তি টানলে বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মমিনুল হক।

শনিবার এক সংবাদ সম্মেলনে মমিনুল জানালেন প্রথম টেস্টে খেলছেন সাকিব।

দেশসেরা ক্রিকেটার নিজে খেলতে চাইলে দলে তিনি অটোচয়েজ, কিন্তু এবার বিপত্তি বাঁধে তার করোনা পজিটিভ হওয়ার সংবাদে। তবে ম্যাচের তিনদিন আগে বৃহস্পতিবার সাকিব জানালেন তিনি করোনামুক্ত। বিসিবির অনুমোদিত ল্যাবেও পরীক্ষা করে জানা গেল করোনা নেগেটিভ তিনি।

করোনা নেগেটিভ হয়ে হোটেলে ফিরেছেন গত রাতে। আজ সকালে অনুশীলনেও নেমেছেন। মাঠ দেখেছেন, কথা বলেছেন কোচদের সঙ্গে।

তবু সাকিব আল হাসানের শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে খেলা-না খেলা নিয়ে সংশয় তো ছিলই। আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক সে সংশয় দূর করে দিয়েছেন। জানিয়ে দিয়েছেন, প্রথম টেস্টে খেলবেন সাকিব।

এরআগে অবশ্য কোচ রাসেল ডোমিঙ্গো বলেছিলেন, তারা পুরো ফিট সাকিবকে চান। আংশিক ফিট সাকিবকে চান না।

সংবাদ সম্মেলনে মমিনুল বলেন, 'অনুশীলনে সাকিব ভাইকে দেখে আমার কাছে ভালোই মনে হয়েছে।' কাল একাদশে থাকবেন কি না, এমন প্রশ্নে মমিনুল বলেন, 'হ্যাঁ, তিনি খেলবেন।'

আপনার মন্তব্য

আলোচিত