সিলেটটুডে ডেস্ক

০৭ জানুয়ারি, ২০১৬ ০১:২২

গেইলকে ক্ষমা করে দিলেন সেই নারী সাংবাদিক

অশোভন কথা বলার সমালোচনার মুখে পড়ে অস্ট্রেলিয়ায় নারী সাংবাদিকের কাছে ক্ষমা চেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ক্রিস গেইল। ক্যারিবীয় দানবের আবেদনে সাড়া দিয়েছেন সাংবাদিক মেল ম্যাকলাফলিন। গেইলকে ক্ষমা করে দিয়েছেন তিনি।

ক্ষমা চাওয়ার পরও জরিমানা গুণতে হয়েছে গেইলকে। তাকে ৭ হাজার মার্কিন ডলার জরিমানা করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

বুধবার ম্যাকলাফলিন বলেন, আমি ব্যক্তিগতভাবে তার সাথে কথা বলিনি। তবে জানি সে (গেইল) জনসম্মুখে ক্ষমা চেয়েছে। আমি তা গ্রহণ করেছি। আমি শুধু সামনে এগিয়ে যেতে চাই।

ওই সাংবাদিক আরো বলেন, ঘটনার পর যে সমালোচনা হয়েছে সে ছিলো খুবই ভালো একটা দিক। কারণ এই সমালোচনা নারী-পুরুষের সমতা রক্ষায় কাজে দেবে। তিনি বলেন, আমরা সবসময়ই সমতা চাই। ক্যারিয়ারে আমি সম্মান ছাড়া আর কিছু চাই না।

জরিমানা দিয়ে বেঁচে যান গেইল ও তার দল রেইনগেডস। দলের আগামী ম্যাচগুলো খেলতে পারবেন এই হাডহিটার ব্যাটসম্যান।

এর আগে ক্ষমা চেয়ে ‘ক্যারিবীয় দানব’ বলেন, স্রেফ মজা করেই তিনি সেই কথাগুলো বলেছিলেন। কিন্তু ব্যাপারটা এতোদূর গড়াবে সেটা ভাবেননি।

জরিমানা দেয়ার পর মজা করে ইনস্ট্রাগামে জাতীয় দলের সতীর্থ ডোয়াইন ব্রাভোর সঙ্গে একটি ছবি দিয়ে গেইল বলেন, পকেট ফাঁকা, রাতের খাবারের বিলটা দিতে পারো?’

আপনার মন্তব্য

আলোচিত