স্পোর্টস ডেস্ক

১০ জানুয়ারি, ২০১৬ ২২:২৭

বাহরাইনের সঙ্গে বাংলাদেশের ড্র

বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবলে বাহরাইন অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে ড্র করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

রোববার (১০ জানুয়ারি) যশোরের শামস-উল-হুদা স্টেডিয়ামে বি গ্রুপে দুই দলের ম্যাচটি ১-১ শেষ হয়। ইউসুফ সিফাতের গোলে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। প্রথমার্ধেই জাসিম আল শেখ বাহরাইনকে সমতায় ফেরান।

নবম মিনিটে বক্সের মধ্যে বল পেয়ে শট নিতে পারেননি রুবেল মিয়া; উল্টো হাতে বল লাগিয়ে সুযোগ নষ্ট করার সঙ্গে হলুদ কার্ডও দেখেন তিনি। তবে ম্যাচ জুড়ে ভালো খেলে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন এই মিডফিল্ডার।

অষ্টাদশ মিনিটে গ্যালারিতে আসা স্বাগতিক সমর্থকদের গোলের আনন্দে ভাসান সিফাত। রুবেলের বাড়ানো বল দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষ গোলরক্ষককে কাটিয়ে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন তিনি। গোল উদযাপনে জার্সি খুলে হলুদ কার্ডও দেখেন সিফাত।

২৩তম মিনিটে জাসিমের গোলে সমতায় ফেরে বাহরাইন। আল নারের শট আটকালেও পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি বাংলাদেশের ডিফেন্ডাররা। বক্সের মধ্যে পেয়ে যাওয়া সুযোগ কাজে লাগাতে ভুল হয়নি জাসিমের।

প্রথমার্ধের শেষ দিকে বাহরাইনের নাফিস আল শেখের হেড পোস্ট ঘেঁষে বাইরে চলে যায়। এর একটু আগে রুবেলের হেড সরাসরি গোলরক্ষকের গ্লাভসে জমে গেলে এগিয়ে যাওয়া হয়নি স্বাগতিকদেরও।

৫২তম মিনিটে আতিকুর রহমানের থ্রু পাস ধরে প্রতিপক্ষ গোলরক্ষককে একা পেয়েও সুযোগ নষ্ট করেন আমিনুর রহমান সজীব। সাত মিনিট পর আরেকটি দারুণ সুযোগ হারায় স্বাগতিকরা। এবার রুবেলের কাছ থেকে পাওয়া বল বক্সের মধ্যে পেয়ে তালগোল পাকিয়ে ফেলেন সিফাত।

৮০তম মিনিটে অধিনায়ক রেজাউল করিমের হেড অল্পের জন্য লক্ষ্যে থাকেনি। শেষ মুহূর্তে নাহিদকে বিপজ্জনকভাবে ট্যাকল করে আনোয়ার আলি লাল কার্ড পেলে বাহরাইন ১০ জনের দলে নেমে যায়। তবে শেষ পর্যন্ত ১-১ সমতায় মাঠ ছাড়ে দুদলই।

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী বুধবার (১৩ জানুয়ারি) মালদ্বীপের বিপক্ষে খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল।

আপনার মন্তব্য

আলোচিত