স্পোর্টস ডেস্ক

২৫ সেপ্টেম্বর, ২০২৩ ১০:৩৩

তৃতীয় ওয়ানডেতে শান্ত অধিনায়ক, বাদ সৌম্য সরকার

নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডে দলে বড়ধরনের পরিবর্তন এসেছে। দলের এবার অধিনায়ক করা হয়েছে নাজমুল হোসেন শান্তকে।

শান্ত সদ্যসমাপ্ত এশিয়া কাপে চোট পেয়েছিলেন। চোটের কারণে এশিয়া কাপের গ্রুপ পর্বের দুটি ম্যাচ খেলেই দেশে ফিরে এসেছিলেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

আগামী মঙ্গলবার নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ দিয়ে খেলায় ফিরবেন শান্ত।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাজমুল হোসেন শান্তর অধিনায়কত্ব করার তথ্য নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগের দুই ম্যাচে অধিনায়কত্ব করা লিটন দাসকে বিশ্রাম দেওয়া হয়েছে, বিশ্রাম দেওয়া হয়েছে তামিম ইকবালকে। এদিকে বিশ্রাম শেষে আবারও দলে ফিরেছেন মুশফিকুর রহিম, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।

শেষ ওয়ানডের দলে নেই মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার ও খালেদ আহমেদ।

আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২ টায়।

এর আগে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি বৃষ্টিতে ভেসে গেছে। দ্বিতীয় ম্যাচে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে কিউইরা।

তৃতীয় ওয়ানডে ম্যাচের দল: নাজমুল হোসেন (অধিনায়ক), তানজিদ হাসান, জাকির হাসান, এনামুল হক, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, রিশাদ হোসেন।

আপনার মন্তব্য

আলোচিত