স্পোর্টস ডেস্ক

১৯ ডিসেম্বর, ২০২৩ ১৭:২১

কামিন্স-স্টার্ক ঝড় তুললেন আইপিএল নিলামে

অস্ট্রেলিয়ার দুই বিশ্বকাপজয়ী ফাস্ট বোলার এবারের আইপিএলের নিলামে ঝড় তুলেছেন। প্যাট কামিন্স রেকর্ড দামে বিক্রির পর সেই রেকর্ড ভাঙল মিশেল স্টার্কের নিলামের মাধ্যমে। সময়ের ব্যবধান মাত্র দুই ঘণ্টা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুবাইয়ে অনুষ্ঠিত আইপিএলে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান অধিনায়ক কামিন্সকে আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ দামে কেনে সানরাইজার্স হায়দরাবাদ। দুই ঘণ্টা ব্যবধানে কামিন্সকে ছাপিয়ে গেলেন তারই স্বদেশি মিচেল স্টার্ক।

অসি অধিনায়ক প্যাট কামিন্সের জন্য শুরুতেই ঝাঁপিয়েছিল চেন্নাই সুপার কিংস ও নীতা আম্বানির মুম্বাই ইন্ডিয়ান্স। মাঝে ঢুকে পড়ে আরসিবি ও হায়দরাবাদ। অবশেষে ২০.৫ কোটিতে কামিন্সকে কিনল হায়দরাবাদ। এরপর তাকেও ছাড়িয়ে গেলেন স্টার্ক। তাকে ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে কিনেছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটার এখন অসি পেস তারকা স্টার্ক।

দুই কোটি ভিত্তিমূল্যের স্টার্ককে নিয়ে দিল্লি ও মুম্বাইয়ের মধ্যে দীর্ঘ একটা লড়াই চলে। দাম যখন ৯ কোটি ৮০ লাখ রুপিতে ওঠে, তখন কলকাতা নিজেদের উপস্থিতি জানান দেয়। নিলাম টেবিলে তখন গুজরাটও অংশ নেয়। শেষ পর্যন্ত আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে দলে নেয় কলকাতা।

অসি পেসার স্টার্ক আই‌পিএলে প্রথম খেলেন ২০১৫ সালে, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে। প্রথম মৌসুমে ১৩ ম্যাচে ২০ উইকেট নেন। অস্ট্রেলিয়া জাতীয় দলের হয়ে ৫৮ টি-টোয়েন্টিতে ৭৩ উইকেট পান স্টার্ক।

আইপিএলে এতদিন সবচেয়ে দামি প্লেয়ার ছিলেন স্যাম কারান। ২০২৩ আসরে ১৮.৫ কোটিতে তাকে কিনেছিল পাঞ্জাব কিংস।

আপনার মন্তব্য

আলোচিত