১৮ ফেব্রুয়ারি , ২০২৪ ০৩:৩১
ক্লাব ক্যারিয়ারের হাজারতম ম্যাচে গোলের রেশ কাটতে না কাটতে ফের জালের দেখা পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। আল নাস্রের জয়ে পর্তুগিজ মহাতারকা রাখলেন বড় ভূমিকা।
আল ফাতেহকে হারিয়ে আল হিলালের সঙ্গে ব্যবধান কমাল আল নাস্র।
সৌদি প্রো লিগের ম্যাচে ঘরের মাঠে শনিবার রাতে ২-১ গোলে জিতেছে আল নাস্র।
১৭তম মিনিটে রোনালদো দলকে এগিয়ে নেওয়ার পর ২৯তম মিনিটে সমতা ফেরান সালেম আল নাজদি। ৭২তম মিনিটে ওতাভিওর গোলে ফের এগিয়ে যাওয়া স্বাগতিকরা মাঠ ছাড়ে তিন পয়েন্ট নিয়ে।
সুলতান আল ঘান্নামের ক্রসে কাছের পোস্ট নিয়ে দিয়ে চমৎকার ফিনিশিংয়ে জাল খুঁজে নেন রোনালদো। খুব কাছে থাকলেও গোলরক্ষক বলের নাগাল পাননি। চলতি আসরে এটি রোনালদোর ২১তম গোল।
লিগে আল নাস্রের এটি টানা পঞ্চম জয়। ২০ ম্যাচে ১৬ জয় ও এক ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে তারা। এক ম্যাচ কম খেলা আল হিলাল ৫৩ পয়েন্ট নিয়ে শীর্ষে।
আপনার মন্তব্য