নিজস্ব প্রতিবেদক

২৪ মার্চ, ২০২৪ ১৬:৫১

৫১১ রানের টার্গেটে ব্যাটিং করছে বাংলাদেশ

কামিন্দু ও ধানাঞ্জয়া ডি সিলভার সেঞ্চুরিতে দ্বিতীয় ইনিংসে ৪১৮ রান করল শ্রীলঙ্কা। প্রথম ইনিংসের ৯২ রানের লিডসহ বাংলাদেশের সামনে লক্ষ্য এখন ৫১১ রানের।

টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড, ৪১৮ রানের। অর্থাৎ ম্যাচ জিততে নতুন ইতিহাস লিখতে হবে বাংলাদেশকে। এজন্য সময়ের অবশ্য কমতি নেই। পুরো দুই দিনসহ তৃতীয় দিনের ১৫ ওভার খেলা বাকি এখনও।

১৬ চার ও ৬ ছক্কায় ২৩৭ বলে ১৬৪ রানের ইনিংস খেলেছেন কামিন্দু। দশম উইকেটে কাসুন রাজিথাকে নিয়ে তিনি যোগ করেছেন ৫২ রান।

আগের দিন ৫ উইকেটে ১১৯ রানের সঙ্গে রোববার বাকি ৫ উইকেটে শ্রীলঙ্কা করেছে ৭৪.৪ ওভারে ২৯৯ রান।

কামিন্দুর আগে ম্যাচে জোড়া সেঞ্চুরি করা অধিনায়ক ধানাঞ্জয়ার ব্যাট থেকে আসে ১০৮ রান।এছাড়া পঞ্চাশ ছোঁয়া আরেক ব্যাটসম্যান দিমুথ কারুনারাত্নে খেলেন ৫৪ রানের ইনিংস।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২৮০

বাংলাদেশ ১ম ইনিংস: ১৮৮

শ্রীলঙ্কা ২য় ইনিংস: (আগের দিন ১১৯/৫) ১১০.৪ ওভারে ৪১৮ (ধানাঞ্জয়া ১০৮, ভিশ্ব ৪, কামিন্দু ১৬৪, জয়াসুরিয়া ২৫, কুমারা ০, রাজিথা ৪*; শরিফুল ২১-২-৭৫-১, খালেদ ১৮-২-৪৬-১, নাহিদ ২০-১-১২৮-২, তাইজুল ২০.৪-২-৭৫-২, মিরাজ ২৯-৮-৭৪-৪, মুমিনুল ১-১-০-০, শান্ত ১-০-৫-০

আপনার মন্তব্য

আলোচিত