স্পোর্টস ডেস্ক

৩০ মার্চ, ২০২৪ ১২:১৮

হতাশার প্রথম সেশন বাংলাদেশের

চট্টগ্রাম টেস্ট

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট নির্ভেজাল ব্যাটিং উইকেট। এখানে টসটা ছিল গুরুত্বপূর্ণ। টস-জয়ের গুরুত্বপূর্ণ বিষয়টি গেছে বাংলাদেশের বিপক্ষে। স্বভাবত শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন।

কন্ডিশনের সুবিধা নিয়ে প্রতিপক্ষকে চাপে ফেলার যে পরিকল্পনা লঙ্কান অধিনায়কের, সেটা এখন পর্যন্ত সফল। চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনে কোন উইকেট হারায়নি শ্রীলঙ্কা।

রানও উঠেছে ভালো; ২৭ ওভারে ৮৮, পড়েনি কোন উইকেট।

নিশান মাদুস্কা ব্যাটিংয়ে আছেন ৫৫ রানে, অপর ওপেনার দিমুথ করুনারত্নে আছেন ৩৩ রানে।

প্রথম সেশনে সুযোগ হাতছাড়া করেছে বাংলাদেশ। দুই লঙ্কান ওপেনারেরই ক্যাচ ফেলেছে দল। রান আউটের সুযোগও হাতছাড়া হয়েছে। যে কারনে ভালো বোলিং করেও উইকেটশুন্যই থেকে গেছেন বোলাররা।

অভিষিক্ত হাসান মাহমুদ ছিলেন প্রথম সেশনে বাংলাদেশের সেরা বোলার। সবচেয়ে বেশি সুযোগ সৃষ্টি করেছেন এই ডানহাতি পেসার। তার বোলিংয়ে ইনিংসের ৬ষ্ঠ ওভারে দ্বিতীয় স্লিপে ম্যাচ তোলেন মাদুস্কা। তখন তিনি খেলছিলেন ৯ রানে। কিন্তু মাহমুদুল হাসান ক্যাচ লুফে নিতে পারেননি। ২২তম ওভারে হাসানের বাউন্সারে ফাইন লেগে ক্যাচ তোলেন করুনারত্নে। কিন্তু সাকিব ক্যাচটি ধরতে পারেননি। তখন করুনারত্নে ২২ রানে খেলছিলেন।

করুনারত্নেকে সরাসরি থ্রোতে রান আউট করার সুযোগ হাতছাড়া করেছেন মেহেদী হাসান মিরাজও। বল হাতেও খুব একটা কার্যকরী মনে হয়নি মিরাজকে। শুধু মিরাজ নন, সাকিব ও তাইজুল ইসলামকেও নির্বিষ মনে হয়েছে।

অভিষেক টেস্টে এরই মধ্যে দুটি উইকেট হয়ে যেতে পারত হাসান মাহমুদের। ষষ্ঠ ওভারে তার বলে স্লিপে ক্যাচ ফেলেন মাদুস্কার ক্যাচ ফেলেন মাহমুদুল। ২২তম ওভারে হাসান শেষ ডেলিভারিতে বাউন্সার মেরেছিলেন। দিমুথ করুনারত্নে হুক করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ তোলেন। সেখানে ফিল্ডার সাকিব আল হাসান সীমানা থেকে একটু এগিয়ে থাকায় ক্যাচটি নিতে পারেননি। পেছনে দৌড়ে ডাইভ দিয়েছিলেন। কিন্তু বলটা তার হাত ফসকে ছক্কা হয়েছে।

বাংলাদেশ দল
মাহমুদুল হাসান, জাকির হাসান, নাজমুল হোসেন (অধিনায়ক), মুমিনুল হক, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ ও হাসান মাহমুদ।

শ্রীলঙ্কা দল
দিমুথ করুনারত্নে, নিশান মাদুস্কা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্ডিমাল, ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), কামিন্দু মেন্ডিস, প্রবাত জয়াসুরিয়া, আসিতা ফার্নান্দো, লাহিরু কুমারা ও বিশ্ব ফার্নান্দো।

আপনার মন্তব্য

আলোচিত