স্পোর্টস ডেস্ক

৩১ মার্চ, ২০২৪ ০৩:৪৮

আবারও হ্যাটট্রিক রোনালদোর, ক্যারিয়ারের ৬৪তম

আন্তর্জাতিক বিরতিতে পর্তুগালের হয়ে দুই ম্যাচ খেলার সুযোগ ছিল ক্রিশ্চিয়ানো রোনালদোর। প্রথম ম্যাচে সুইডেনের বিপক্ষে কোচ তাকে রেখেছিলেন বিশ্রামে, দ্বিতীয় ম্যাচে স্লোভেনিয়ার বিপক্ষে খেললেও গোল করতে পারেননি, দলও হেরেছিল।

আন্তর্জাতিক সেই বিরতি শেষে ক্লাব ফুটবলে এসে ফের পারফরম্যান্সে রঙিন হয়ে ধরা দিলেন সিআরসেভেন।

সৌদি প্রো-লিগে শনিবার রাতে আল-তাইয়ির বিপক্ষে করেছেন হ্যাটট্রিক। দলও জিতেছে বড় ব্যবধানে; ৫-১ গোলে।

ম্যাচে রোনালদোর হ্যাটট্রিকের পাশাপাশি অপর গোল দুটো করেছেন ওটাভিও এবং আব্দুলরহমান গারিব। আল-তাইয়ির পক্ষে একমাত্র গোল করেছেন ভারজিল মিশিদ্গান।

রোনালদোর গোলগুলো আসে যথাক্রমে ম্যাচে ৬৪, ৬৭ এবং ৮৭ মিনিটে।

এই হ্যাটট্রিকের মাধ্যমে পেশাদার ফুটবলে রোনালদোর হ্যাটট্রিক সংখ্যা গিয়ে পৌঁছাল ৬৪-তে। বয়েসের হিসাবে ৩০ বছরের পর এটা তার ৩৪তম হ্যাটট্রিক।

বয়স ত্রিশের কোটা পাড়ি দেওয়ার পর লিওনেল মেসি করেছেন ৬ হ্যাটট্রিক, লুইস সুয়ারেস ও করিম বেনজেমা করেছেন ৫টি করে এবং রবের্ত লেভাদনভস্কি করেছেন ৩টি হ্যাটট্রিক।

এবারের মৌসুমে এখন পর্যন্ত রোনালদো ২৩ ম্যাচ খেলে ২৬ গোলের পাশাপাশি করেছেন ৯টি অ্যাসিস্ট। তিনি এবারের সৌদি প্রো-লিগের সর্বোচ্চ গোলদাতা।

সৌদি আরবের ক্লাব ফুটবলে আজকের এই হ্যাটট্রিকসহ রোনালদো গোল করেছেন ৫৩টি; ক্লাব ক্যারিয়ারে তার গোল সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৭৫৪; সবমিলিয়ে সিনিয়র ক্যারিয়ারে এটা রোনালদোর ৮৮২তম গোল।

আপনার মন্তব্য

আলোচিত