৩১ মার্চ, ২০২৪ ১২:১৩
সকালে গুঁড়িগুঁড়ি বৃষ্টি হলেও সেটা ম্যাচে বিপত্তি ঘটাতে যথেষ্ট ছিল না, ফলে নির্ধারিত সময়েই শুরু হয়েছে খেলা। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশন শেষে নিজেদের অবস্থান আরও সংহত করে সফরকারী শ্রীলঙ্কা।
৪ উইকেটে ৩১৪ রান নিয়ে খেলতে নেমে প্রথম সেশন শেষে স্কোর আরও মজবুত জায়গায় তাদের। বিরতির পর্যন্ত লঙ্কানদের স্কোর ৫ উইকেটে ৪১১।
বাংলাদেশকে দিনের প্রথম উইকেট এনে দেন সাকিব আল হাসান। অফ স্টাম্পের বাইরে তার ফুল লেংথ ডেলিভারিতে উইকেটের পেছেন লিটন দাসকে ক্যাচ দিয়ে ফিরেছেন ১০৪ বলে ৫৯ রান করা দিনেশ চান্ডিমাল।
৫ উইকেটে শ্রীলঙ্কার রান তখন ৩৭৫।
এরপর আগের ম্যাচের উভয় ইনিংসে সেঞ্চুরি করা দুই ব্যাটার ব্যাট করছেন। ধনাঞ্জয়া ব্যাট করছেন ৭০ রানে, কামিন্দু উইকেটে আছে ১৭ রানে।
আপনার মন্তব্য