৩১ মার্চ, ২০২৪ ১৭:৩২
টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১০ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।
মিরপুর হোম অব ক্রিকেটে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২৬ রান তোলে স্বাগতিকরা।
সেই লক্ষ্য তাড়ায় শুরু থেকেই ব্যাট হাতে তাণ্ডব চালাতে থাকেন দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনি। প্রথম পাওয়ার প্লের ৬ ওভারেই তোলেন ৫৪ রান। সমান তালেই রান তুলতে থাকেন দুজনে। ১১ ওভার শেষেই দলীয় সংগ্রহ পৌঁছায় ১০০ রানে এবং ১৩ ওভার শেষেই অজিরা পৌঁছে যায় জয়ের বন্দরে।
৪২ বলে দলীয় সর্বোচ্চ ৬৫ রান করেন অধিনায়ক হিলি। এতে জেতেন ম্যাচসেরার পুরস্কারও। এদিকে ৫৫ রান করেন মুনি।
এর আগে ব্যাট করতে নেমে ২ রানেই ২ উইকেট হারিয়ে আরও একবার ব্যাটিং ধসের আশঙ্কা জাগে স্বাগতিক দলে। তবে অধিনায়ক জ্যোতির নৈপুণ্যে সেই রান খরা কাটিয়ে ওঠে বাংলাদেশ। তৃতীয় উইকেটে মুরশিদাকে নিয়ে ৫৭ রানে জুটি এবং চতুর্থ উইকেটে ফাহিমাকে নিয়ে ৬০ রানের গুরুত্বপূর্ণ দুটি জুটি গড়েন জ্যোতি। ৬৪ বলে ৭ চারে ৬৩ রান করে অপরাজিত ছিলেন তিনি। এদিকে মুরশিদা করেন ২০ এবং ফাহিমা করেন ২৭ রান।
অজিদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন সফরজুড়ে বল হাতে দারুণ ছন্দে থাকা সোফি মলিনিয়া।
একই মাঠে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি আগামী ২ এপ্রিল।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ নারী ক্রিকেট দল: ১২৬/৪ (২০ ওভার) (জ্যোতি ৬৩*, ফাহিমা ২৭; সোফি ২/২৫)
অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল: ১২৭/০ (১৩ ওভার) (হিলি ৬৫*, মুনি ৫৫*)
ফল: অস্ট্রেলিয়া ১০ উইকেটে জয়ী
সিরিজ: ১-০ তে এগিয়ে অস্ট্রেলিয়া
ম্যাচসেরা: অ্যালিসা হিলি
আপনার মন্তব্য