স্পোর্টস ডেস্ক

২৮ জানুয়ারি, ২০১৬ ১৮:৩১

নিউজিল্যান্ডকে হারিয়ে নেপালের চমক, শুভসূচনা ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কার

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দ্বিতীয় দিন ক্রিকেট বিশ্বকে দারুণ এক চমক উপহার দিয়েছে নেপাল। আইসিসির সহযোগী সদস্য দক্ষিণ এশিয়ার দেশটি ৩২ রানে হারিয়েছে নিউ জিল্যান্ডকে।

বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৩৮ রান করে নেপাল।

সর্বোচ্চ ৪৮ রান করেন নেপালের  অধিনায়ক রাজু রিজাল।  এছাড়া উদ্বোধনী ব্যাটসম্যান সন্দিপ সানার ৩৯, আরিফ শেখ ৩৯ ও কুশল ভুর্টেল অপরাজিত ৩৫ রান করেন। নিউ জিল্যান্ডের নাথান স্মিথ ৫৮ রানে নেন তিন উইকেট।

জবাবে ৪৭ ওভার ১ বলে ২০৬ রানে অলআউট হয়ে যায় নিউ জিল্যান্ড। সর্বোচ্চ ৫২ রান আসে গ্লেন ফিলিপসের ব্যাট থেকে। তার ছোট ভাই ডেল ফিলিপস করেন ৪১ রান। উদ্বোধনী ব্যাটসম্যান রাচিন রবিন্দ্র, ডেল ও ক্রিস্টিয়ান লিওপার্ড ফিরেন রান আউট হয়ে। নেপালের জয়ে বড় অবদান দিপেন্দ্র সিং আইরির; ২৪ রানে তিন উইকেট নেন ১৬ বছর বয়সী এই মিডিয়াম পেসার।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে ৭৯ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ভারত। ‘ডি’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেটে ২৬৮ রান করে ভারত। সর্বোচ্চ ৭৪ রান করেন সরফরাজ। সুন্দর ফিরেন ৭১ বলে ৬২ রান করে। শেষের দিকে ৩৬ বলে ৩৬ রান করেন আনসারি। আয়ারল্যান্ডের ররি আন্দ্রেস (৩/৩৫) ও জশুয়া লিটল (৩/৫২) তিনটি করে উইকেট নেন।

জবাবে পাঁচ বল বাকি থাকতে ১৮৯ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড।  

সিলেট জেলা স্টেডিয়ামে কানাডাকে উড়িয়ে দিয়ে প্রত্যাশিত শুরু করেছে এশিয়ান পরাশক্তি শ্রীলঙ্কা।

 কানাডা অনূর্ধ্ব-১৯ দলকে সহজেই ১৯৬ রানে হারিয়েছে তারা।  ‘বি’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে চার অর্ধশতকের সৌজন্যে ৬ উইকেটে ৩১৫ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৩৯ ওভার ২ বলে ১১৯ রানে থেমে যায় কানাডার ইনিংস।

এদিকে সিলেটের অপর মাঠ সিলেট বিভাগীয় স্টেডিয়মে আফগানিস্তানকে সহজেই হারিয়েছে তাদের প্রতিবেশি পাকিস্তান। আফগানদের ছুঁড়ে দেয়া মাত্র ১২৭ রানের লক্ষ্যে পৌছাতে কেবল ৩ উইকেট হারাতে হয় পাকিস্তানিদের।

আপনার মন্তব্য

আলোচিত