স্পোর্টস ডেস্ক

২৮ জানুয়ারি, ২০১৬ ১৮:৪১

প্রশ্নবিদ্ধ সঞ্জিত সাহার বোলিং অ্যাকশন

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের বোলিং আক্রমণের সেরা অস্ত্র সঞ্জিত সাহার বোলিং অ্যাকশন প্রশ্নবিদ্ধ হয়েছে। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে উড়ন্ত সূচনা করা ইয়াং টাইগার শিবিরে এই খবরে নিয়ে এসেছে অস্বস্তি।

বুধবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে যুব বিশ্বকাপের উদ্বোধনী দিনে দক্ষিণ আফ্রিকাকে ৪৩ রানে হারায় বাংলাদেশ। সেই ম্যাচে সঞ্জিতের বোলিং অ্যাকশন সন্দেহজনক মনে হয়েছে আম্পায়ারদের। ম্যাচ শেষে আনুষ্ঠানিক অভিযোগও এনেছেন তারা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮ ওভারে ৩০ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন ১৮ বছর বয়সী সঞ্জিত। বিগত কয়েকটি সিরিজের দলের সেরা পারফর্মার সঞ্জিতের উপর অনেকটা নির্ভর করছিল বাংলাদেশ।

তবে আইসিসির একটি বিশেষজ্ঞ প্যানেল সঞ্জিতের বোলিংয়ের ভিডিও ফুটেজ পরীক্ষা করে দেখবে। ওই প্যানেল সিদ্ধান্ত না দেওয়া পর্যন্ত বোলিং করে যেতে পারবেন এই স্পিনার।

বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের আশা, আগামী তিন দিনের মধ্যে সিদ্ধান্ত জানা যাবে। আগামী রোববার কক্সবাজারে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।

আপনার মন্তব্য

আলোচিত