স্পোর্টস ডেস্ক

২৯ জানুয়ারি, ২০১৬ ১৮:৩২

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ: ইংল্যান্ড, জিম্বাবুয়ে ও নামিবিয়ার জয়

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে শুক্রবারের তিন খেলায় জয় পেয়েছে ইংল্যান্ড, জিম্বাবুয়ে ও নামিবিয়া।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৮২ রানের বড় সংগ্রহ গড়ে ইংল্যান্ড।

সর্বোচ্চ ৫৯ রান আসে ক্যালাম টেইলরের ব্যাট থেকে। উদ্বোধনী ব্যাটসম্যান লরেন্স খেলেন ৫৬ বলে ৫৫ রানের কার্যকর এক ইনিংস। এছাড়া জর্জ বার্টল্যাট ৪৮, জ্যাক বার্নহ্যাম ৪৪ ও স্যাম কুরান ৩৯ রান করেন।

জবাবে ৪৩ ওভার ৪ বলে ২২১ রানে অলআউট হয়ে ৬১ রানে পরাজিত হয় ওয়েস্ট ইন্ডিজ।


অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে জিম্বাবুয়ে। বিশ্বকাপের নবাগত ফিজিকে ১৯ দলকে সহজেই ৭ উইকেটে হারিয়েছে তারা।

শুক্রবার চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ওয়েসলি মাদভেরে ও ব্লেসিং মাভুটার মারাত্মক বোলিংয়ে ২৭ ওভার ৪ বলে ৮১ রানে অলআউট হয়ে যায় ফিজি।

ফিজির সর্বোচ্চ ১৯ রান করেন চাকাচাকা টিকোইসুভা। জবাবে ১৮ ওভার ৫ বলে তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় জিম্বাবুয়ে।

কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্কটল্যান্ডকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে নামিবিয়া। টস জয়ী স্কটল্যান্ড ৩৬.৩ ওভারে গুটিয়ে গিয়েছিল ১৫৯ রানে। নামিবিয়া জিতে যায় ২৬ ওভারেই।

আপনার মন্তব্য

আলোচিত