ক্রীড়া প্রতিবেদক

২৯ জানুয়ারি, ২০১৬ ১৯:০৫

‘পুল মাস্টার’ পিনাক ঘোষকে নিয়ে টুইটারে ইয়ান বিশপের উচ্চাশা

খেলায়োড়ি জীবনে ইয়ান বিশপ ছিলেন আগ্রাসী ফাষ্ট বোলার। বাউন্সারে প্রায়ই কাপিয়ে দিতেন ব্যাটসম্যানদের। অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপে ধারাভাষ্য করতে আসা বিশপ বাংলাদেশ যুবদলের ওপেনার পিনাক ঘোষের বাউন্সার মোকাবেলা দেখে মুগ্ধ হয়ে টুইট করেছেন এই ক্যারিবিয়ান।

বুধবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পিনাকে ৪৩ রানের ইনিংসের পর টুইটারে বিশপ লেখেন- পিনাক ঘোষ নামের তরুন এক বাঁহাতি ব্যাটসম্যান পেয়েছে বাংলাদেশ, সে ভবিষ্যৎ তারকা হতে যাচ্ছে।



বুধবারের ম্যাচ রান আউট হবার আগে দারুণ কিছু শট খেলতে থাকেন পিনাক। এরমধ্যে সবচেয়ে চোখধাঁধানো ছিল পুল শটে মারা দুটি ছক্কা! দ্বিতীয় ছক্কায় বল পাঠিয়েছিলেন জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের গ্যালারিতে।

ব্যাকফুটে পিনাকের সামর্থ্যের প্রমাণ মিলেছিল গত জুলাইয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের দক্ষিণ আফ্রিকা সফরেও। যুব ওয়ানডে সিরিজে ডারবানের চ্যাটসওয়ার্থ স্টেডিয়ামের বাউন্সি উইকেটে ১৫০ রানের অসাধারণ এক ইনিংস খেলেছিলেন আগ্রাসী এই ওপেনার। ৮০ মাইলের বেশি গতিতেও ছুটে আসা বলে স্বাচ্ছন্দে পুল মারতে পারেন পিনাক।

আপনার মন্তব্য

আলোচিত