স্পোর্টস ডেস্ক

০৫ ফেব্রুয়ারি , ২০১৬ ০৯:৫১

সেমিফাইনালে উঠার ম্যাচে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশের যুবারা

যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে নেপালের বিপক্ষে টস হেরে ফিল্ডিং করছে স্বাগতিক বাংলাদেশ।

শুক্রবার সকাল ৯টায় মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরু হয়েছে ম্যাচটি। বাংলাদেশ-নেপাল ম্যাচ দিয়েই শুরু হয়েছে কোয়ার্টার ফাইনালের লড়াই। এর আগে এই টুর্নামেন্ট ৩বার কোয়ার্টার ফাইনাল খেললেও সেমিফাইনাল খেলা হয়নি বাংলাদেশের। নেপালকে হারিয়ে সেমিফাইনালে উঠলে তাই রচিত হবে নতুন ইতিহাস।

ইতিহাস রচনার ম্যাচে দুই পেসার সাইফ ও রানার জোড়া আঘাতে ভালই সূচনা করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, পিনাক ঘোষ, জয়রাজ শেখ, নাজমুল হোসেন শান্ত, মেহেদি হাসান মিরাজ, জাকির হাসান, মোহাম্মদ সাইফুদ্দিন, সাঈদ সরকার, মেহেদি হাসান রানা, আরিফুল ইসলাম ও সালেহ আহমেদ শাওন।

আপনার মন্তব্য

আলোচিত