১৪ জুলাই, ২০২৫ ০০:৩৭
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সমতায় ফিরেছে বাংলাদেশ। বাংলাদেশের জয় ৮৩ রানের বিশাল ব্যবধানে।
পাল্লেকেলেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জিতে অনেকটাই ফুরফুরে মেজাজে ছিল শ্রীলঙ্কা। ডাম্বুলায় আজ দ্বিতীয় টি-টোয়েন্টি জিতলে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করত লঙ্কানরা। তবে দ্বিতীয় ম্যাচে এসে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।
১৭৮ রানের লক্ষ্যে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা শ্রীলঙ্কা। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিং-ফিল্ডিংয়ে একটা পর্যায়ে লঙ্কানদের স্কোর হয়ে যায় ৫.১ ওভারে ৪ উইকেটে ৩০ রান। যার মধ্যে শামীম পাটোয়ারীর ডিরেক্ট থ্রোতে রানআউট হয়ে যান কুশল মেন্ডিস। আর লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কার উইকেট লিটন রিভিউ করে আদায় করে নিয়েছেন। এই উইকেটটি নিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
পঞ্চম উইকেটে এরপর পাথুম নিশাংকা ও দাসুন শানাকার জুটিতে ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিচ্ছিল শ্রীলঙ্কা। ৩১ বলে ৪১ রানের জুটি গড়েন নিশাংকা-শানাকা। ১১তম ওভারের দ্বিতীয় বলে নিশাংকাকে ফিরিয়ে জুটি ভাঙেন রিশাদ হোসেন। এখান থেকেই লঙ্কানদের ইনিংসে ভাঙনের শুরু। ২৩ রানে ৬ উইকেট হারিয়ে ১৫.২ ওভারে ৯৪ রানে অলআউট হয়ে যান লঙ্কানরা। ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন নিশাংকা। দ্বিতীয় সর্বোচ্চ ২০ রান আসে শানাকার ব্যাট থেকে। এই দুই ব্যাটার ছাড়া আর কোনো লঙ্কান ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।
টস জিতে আজও ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কান অধিনায়ক আসালাঙ্কা। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া বাংলাদেশ নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে করেছে ১৭৭ রান। লিটন করেন ৫০ বলে ৭৬ রান। শামীম ২৭ বলে ৪৮ রানের ঝোড়ো এক ইনিংস খেলে বাংলাদেশের স্কোরবোর্ডে লড়াই করার মতো পুঁজি এনে দেন। শ্রীলঙ্কার বিনুরা ফার্নান্দো নিয়েছেন ৩ উইকেট। ৪ ওভারে খরচ করেন ৩১ রান। একটি করে উইকেট পেয়েছেন তুষারা ও তিকশানা।
আপনার মন্তব্য