০১ নভেম্বর, ২০২৫ ১৩:১৩
২০২৪–২৫ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে কিলিয়ান এমবাপে জিতেছেন ২০২৫ ইউরোপিয়ান গোল্ডেন বুট, যা ইউরোপের সব লিগ মিলিয়ে সর্বোচ্চ গোলদাতাকে দেওয়া হয়।
স্পেনের ক্রীড়া পত্রিকা ‘মার্কা’ এবং ‘ইউরোপিয়ান স্পোর্টস মিডিয়া’ যৌথভাবে এমবাপেকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার প্রদান করে।
রোনালদোর পর প্রথম রিয়াল মাদ্রিদের খেলোয়াড় হিসেবে এমবাপে এই পুরস্কার জিতলেন। ২০১০-১১, ২০১৩–১৪ এবং ২০১৪–১৫ মৌসুমে রোনালদো এই পুরস্কার জিতেছিলেন। এছাড়া গত দুই মৌসুমে এই ট্রফি জিতেছিলেন যথাক্রমে হ্যারি কেইন (২০২৩–২৪) ও আর্লিং হালান্ড (২০২২–২৩)।
৩১ গোল করে এমবাপে পেছনে ফেলেছেন পর্তুগালের স্পোর্টিং সিপির ভিক্টর গিওকেরেস এবং লিভারপুলের মোহামেদ সালাহকে।
রিয়াল মাদ্রিদের হয়ে ৩৪ ম্যাচে ২,৯১৫ মিনিট মাঠে থেকে ৩১ গোল করেছেন এমবাপে। ইউরোপিয়ান গোল্ডেন বুট পয়েন্ট সিস্টেমে বড় লিগগুলোর (স্পেন, ইংল্যান্ড, জার্মানি, ইতালি ও ফ্রান্স) প্রতিটি গোলের মান ২ পয়েন্ট ধরা হয়। এই হিসেবে এমবাপের পয়েন্ট দাঁড়িয়েছে ৬২।
অন্যদিকে, পর্তুগালের লিগে খেলা ভিক্টর গিওকেরেসের ৩৯ গোলের প্রতিটির মান ১.৫ পয়েন্ট হওয়ায় তার মোট পয়েন্ট দাঁড়ায় ৫৮.৫। যে কারণে তিনি আছেন দ্বিতীয় স্থানে। সালাহ ২৯ গোল করে ৫৮ পয়েন্ট নিয়ে তৃতীয় হয়েছেন।
আপনার মন্তব্য